![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/weather_Kolkata-1.jpg)
ছবি: প্রতীকী।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কলকাতায় রবিবারের পর আর বৃষ্টি হবে না। আবহাওয়া শুকনোই থাকবে। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।
ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। আর দক্ষিণবঙ্গে প্রাক্-বর্ষার মরসুম চলছে এখন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওয়ার বেগ আরও বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগেও হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/05/Basundhara-P3-Ep-19.jpg)
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং..., ৩য় খণ্ড, পর্ব-১৯: অনিরুদ্ধকে নয়, রঘুকেই বিয়ে করতে চায় তনিমা
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Sundarban-EP51D.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল
আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আটটি জেলায়। তবে কলকাতায় বৃষ্টি হবে না। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া জেলায়। মঙ্গলবারও কোনও কোনও জেলায় বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/12/Samay-Updates_Harano-sur.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/05/Rabindranatha-Tagore-2024.jpg)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে
রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। আবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। হাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/05/Aru-Dutta-2024F.jpg)
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৫: অরু দত্ত— এক অভিশপ্ত গান্ধর্বী
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Health-4.jpg)
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?
কিছু দিন আগে রেমাল আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূলে। এর জেরে দক্ষিণবঙ্গে দু’দিন ঝড়বৃষ্টি হয়েছে। পরে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়। ফলস্বরূপ সে ভাসিয়েছে উত্তর-পূর্ব ভারতকে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতর মনে করছে, এ বার দক্ষিণবঙ্গে সময়ের আগে বর্ষা ঢুকতে পারে।