সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

রাজ্যে গরম ঢুকবে ঢুকবে করেও পুরোপুরি ঢুকতে পারেনি। রাতে এখনও পাতলা চাদরে গায়ে দিলে আরাম লাগছে। রোদের কুব একটা কষ্ট হচ্ছে। ফুল স্পিডে এখনও পাখা চালাতে হয়নি। চালাতে হচ্ছে না ঘরের এসিও। যদিও বসন্তের এই সুখে খুব তাড়াতাড়িই ইতি পড়তে চলেছে। আর কিছু দিন পর থেকেই রাজ্যে ক্রমশ গরম বাড়তে শুরু করবে।
হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা দক্ষিণবঙ্গেই বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা আছে। এর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে। অন্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

উচ্চ রক্তচাপের সমস্যায় মুশকিল আসান হতে পারে টক দই

শখের নখ কয়েক দিনেই ভেঙে যাচ্ছে? কী খেলে সমস্যা কমবে

যদিও হাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টির ফলে কয়েক দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তবে এও জানানো হয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রার পারদ দু’এক ডিগ্রি করে বৃদ্ধি পাবে।

হাওয়া অফিস বুধবার এক বিবৃতিতে জানায়, বুধবারের বৃষ্টির পর আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার পারদের তেমন বদল হবে না। তবে বৃহস্পতিবার থেকে তিন দিন ক্রমশ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-২৮: সপ্তপদী: মূল কাহিনিতে দুই ভিন্ন ধর্মাবলম্বী পুরুষ ও নারীর ভালোবাসার মধ্যে মিলন রাখেননি তারাশঙ্কর

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১২: প্রকৃত অর্থে পুজোর মধ্যমে ভগবান লাভের শর্তই হল চিত্তশুদ্ধি

উত্তরবঙ্গে তাপমাত্রাও গত কয়েক দিনে কিছুটা কমেছে। সান্দাকফুতে হয়েছে তুষারপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের তাপমাত্রা বৃহস্পতিবার থেকে কিছুটা বাড়বে। যদিও উত্তরের সব জেলাতেই হালকা বর্ষণের পূর্বাভাসও রয়েছে।

Skip to content