চোখের ক্লান্তি দূর করার উপায় কী?
আই বল রোলিং
● এই যোগাভ্যাসের ক্ষেত্রে মাথা সোজা রেখে চোখের মণি ৩৬০ ডিগ্রি ঘোরাতে হবে। এক বার ঘড়ির কাঁটার দিকে ও এক বার ঘড়ির কাঁটার বিপরীতে। গোটা পদ্ধতিটি তিন বার করে করতে হবে কিছু সময় অন্তর। সমস্ত চোখের ব্যায়াম হয় এই পদ্ধতিতে। এই ব্যায়ামের ফলে চোখের শুষ্ক ভাব অনেকটা কেটে যায়।
সানগ্লাস পরুন
● গ্রীষ্মকালে এমন কি শীতের দিনেও বাইরে বেরোলে সানগ্লাস পরতেই হবে। সূর্যের অতিবেগনি রশ্মিও কিন্তু চোখের ক্ষতি করে। এমন সানগ্লাস পড়তে হবে যাতে চোখের পাশ, বাইরের দিক ঢাকা থাকে। এছাড়া এর পাশাপাশি কিছু ঘরোয়া টোটকা করে দেখা যেতে পারে যার ফলে চোখের ক্লান্তি অনেকাংশে দূর হয়।সবার প্রথমে চোখের উপর তুলো দিয়ে অলিভ অয়েল লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে এ বার তার উপরে ঠান্ডা টিব্যাগ চোখের উপরে বেশ কিছু ক্ষণ চেপে ধরে থাকুন। এতে চোখ আরাম পাবে।
তাছাড়া চোখের আর্দ্রতা বজায় রাখার জন্য চোখের উপরে গোল করে কাটা শশা বা আলু রেখে শুয়ে থাকুন। নিয়মিত করলে চোখ উজ্জ্বল হয়ে উঠবেই। চোখের নীচে কালির ছাপও দূর হবে। সেই সঙ্গেই পর্যাপ্ত জল খেতে হবে।