রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বিকেলের দিকে ভোল বদলাতে পারে শহরের আবহাওয়া। গতকালের মতো শুক্রবারও কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৬.২ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৮.৭ মিলিমিটার।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বর্ষণ হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে, আবার কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন:

সংসদ ভবন উদ্বোধন বিতর্কের মাঝেই নয়া চমক! আনা হচ্ছে ৭৫ টাকার বিশেষ মুদ্রা, এই মুদ্রার বিশেষত্ব কী? জানাল অর্থ মন্ত্রক

মাধুরী দীক্ষিতের রেশমের মতো চুলের রহস্য কি? সেই তেল কিন্তু বাড়িতেই বানাতে পারেন

হাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ৩ দিন তাপমাত্রার পারদের তেমন কোনও পরিবর্তন হবে না। তার পর বৃষ্টি কমবে। তাপমাত্রা আস্তে আস্তে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Skip to content