ছবি: প্রতীকী। সংগৃহীত।
গত দু’দিন ধরেই কলকাতা আকাশের মুখ ভার। বুধবারও তার অন্যথা হয়নি। কখনও ঝিরঝিরে তো কখনও আবার ঝমঝম বৃষ্টি হচ্ছে। যদিও এখনই শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু কলকাতা নয়, নিম্নচাপের জেরে ভিজতে পারে বাংলার একাধিক জেলাও। এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূল এলাকায়। নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এদিকে আবার গাঙ্গেয় বঙ্গের উপর একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। তাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। মৌসম ভবন জানিয়েছে, কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের গতিবিধির উপরেই নির্ভর করবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ। তবে দিনভর আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। আবার কোথাও বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়িতে। আবার বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার উপকূল লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে নিম্নচাপ যত সরলে উত্তরবঙ্গের জেলায় বর্ষণের পরিমাণও বাড়বে।
আরও পড়ুন:
ভাঙা হবে ৪০০ কোটি টাকায় বিক্রি হওয়া দেব আনন্দের বাসভবন, এই বাংলোর জায়গায় কী তৈরি হবে?
রোজ একশোরও বেশি বাচ্চা তাদের দাদির হাতের রান্না খেয়ে যায়
শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বেশি বৃষ্টি হবে। প্রায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিও ভিজবে। বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। সে কারণে বুধ এবং বৃহস্পতিবার, দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।