সোমবার ৮ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

অবশেষে ভালো খবর। দক্ষিণবঙ্গে আবহাওয়ায় তেমন বড়সড় বদল না হলে আগামী এক সপ্তাহের মধ্যেই বৃষ্টি হতে পারে। সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তন দেখে এমনই পূর্বাভাস আবহাওয়াবিদেরা।

গোটা দক্ষিণবঙ্গে রবিবারও তাপপ্রবাহ জাড়ই ছিল। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় মে মাসের প্রথম দিনও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়ার দফতর। হাওয়া দফতর আরও জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আর গরম বাড়বে না। উলটে আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতাও খানিক কমবে।
তীব্র দহনের মাঝেই দক্ষিণবঙ্গবাসী স্বস্তির খবর পেলেন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন না হলে দক্ষিণবঙ্গে আগামী ৫ মে রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। এই তথ্য জানিয়েছেন আবহাওয়া দফতরের সঙ্গে যুক্ত আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদেরা বলছেন, আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস থেকে আগামী বেশ কয়েক দিনের আবহাওয়ার গতিপ্রকৃতি জানা যায়। সেই তথ্যের ওপর ভিত্তি করে তাঁরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী রবিবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দখিন বাতাস ঢুকবে। তাঁদের মত হল, এই দখিনা হাওয়া-বাতাসই রাজ্যে ঝড়বৃষ্টি নিয়ে আসে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৫: সুন্দরবনের প্রকৃত ম্যানগ্রোভ ও ম্যানগ্রোভ-সহযোগীরা

আবহাওয়াবিদদের বিশ্লেষণ বলছে, দক্ষিণবঙ্গে ওই দখিনা হাওয়া প্রবেশ করে ফের উল্টো পথে ঘুরে যাচ্ছে। সাধারণত এরকম হলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। তাই আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন না হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে বলে তাঁদের মত। শেষমেশ বৃষ্টি যদি শুরু হয়, তা হলে তা চলবে অন্তত ৬ মে সোমবার পর্যন্ত।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৯: কামিনী রায়, জনৈক বঙ্গমহিলা

পরে দক্ষিণের পশ্চিম এবং উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে। যদিও আবহাওয়া দফতর সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি। হাওয়া দফতর আরও কিছুটা আবহাওয়ার গতিপ্রকৃতির উপর নজর রেখে দেখতে চাইছে। এদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। বেশ গরম অনুভূত হচ্ছে জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। তবে শুক্রবার থেকে এই সব জেলায় তাপপ্রবাহ বা গরমের সতর্কতা ঘোষণা করেনি হাওয়া দফতর।

Skip to content