শনিবার ২৯ মার্চ, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে সতর্কতা। ঝড়বৃষ্টি বাংলার উত্তর থেকে দক্ষিণের সব জেলায় হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে গত কয়েক দিনের ঝড়বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দিনের গরম আরও কমবে। তার পর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। আর আগামী সোমবার থেকে বাংলার আবহাওয়া পরিবর্তন হতে পারে।
শনিবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় রয়েছে রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। এই ছয় জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। আর শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। এই চার জেলায় ঝড় হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২০: জ্ঞান ও অজ্ঞান

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৬: ভারতীয় পারিবারিক জীবনে স্নেহময় জ্যেষ্ঠর ভূমিকায় রামচন্দ্র কতটা আকর্ষণীয়?

হুগলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। যদিও হুগলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস নেই। এই সব জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। রবিবারও পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৪: রবীন্দ্রনাথের ‘মুকুট’ ত্রিপুরার ইতিহাসাশ্রিত গল্প

উত্তম কথাচিত্র, পর্ব-৬৯: সে এক স্বপ্নের ‘চাওয়া পাওয়া’

উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পঙ। এই চার জেলায় শিলাবৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবারও উত্তরবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯২: দুর্গা টুনটুনি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

ঝড়বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা কমতে পারে। তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। তার পরের তিন দিন আস্তে আস্তে আবার ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে সোমবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content