বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে চলেছে। আলিপুরের হাওয়া দফতর এমনটাই পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বিকাল থেকেই দুর্যোগ শুরু হবে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে।
আগামীকাল রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের তীব্রতা আরও বাড়বে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার এবং সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে। রবিবার এবং সোমবার বর্ষণের তীব্রতা বৃদ্ধির জন্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশ শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে। যদিও দুপুরের পর আকাশ ঘন কালো মেঘে ঢাকতে। বিকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হবে।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৭: কোরবা হয়ে সাতরেঙ্গা

সকাল-সন্ধে, রোজই মুড়ি খাচ্ছেন? ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে না তো

শুধু দক্ষিণে নয়, হাওয়া অফিস উত্তরবঙ্গেরও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। রাজ্যে শুধু বৃহস্পতিবারই বাজ পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া ও উত্তর ২৪ পরগনায়। তাই বৃষ্টির সময় আগামী কয়েক দিন আবহবিদরা মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন:

মাধ্যমিক পরীক্ষার ফল কি শীঘ্রই? অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার থেকে

ডিমেনশিয়ায় আক্রান্ত হলে বাড়াতে পারে হৃদ্‌রোগের ঝুঁকি! সুস্থ থাকতে খানিক বদল আনুন জীবনযাপনে

হাওয়া দফতর জানিয়েছে, বাংলার উপর নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর জেরে ঠান্ডা হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়ার ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে আবহবিদরা মনে করছেন। তাই সারা রাজ্য দু’দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে ভিজতে পারে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির জেরে আগামী তিন দিন তাপমাত্রার পারদের পরিবর্তন হতে পারে। যদিও তাপমাত্রা কমলেও বড় কিছু বদল হবে না।

Skip to content