রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আষাঢ় পেরিয়ে শুরু হয়েছে শ্রাবণ মাস। আবহাওয়াও তাই-ই বলছে। কমবেশি সব জেলায় বৃষ্টি হয়েই চলেছে। কখনও ঝিরঝিরে বৃষ্টি, কখনও আব রোদ। আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। মঙ্গলবারও আবহাওয়া দফতর বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় এবং উত্তরবঙ্গের দু’টি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। হাওয়া দফতর জানিয়েছে এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বুধবারও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৩: কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৩: টলস্টয় ও সোফিয়া—সে কি কেবলই যাতনাময়…/৩

আগামী কয়েক দিন রাজ্যের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান আর কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর জেরে কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তবে এখনও সমুদ্র উত্তাল রয়েছে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইছে। হাওয়ার গতি পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। তাই ওই এলাকার সমুদ্র উত্তাল রয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৫: সঙ্গীত অনুরাগিণী মা সারদা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৮: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— বাবুর ও বন জুঁই

মনে করা হচ্ছে আগামী ২৫ জুলাই পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। আবহাওয়া দফতর মৎস্যজীবীদের ২৫ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে। এই নিষেধাজ্ঞা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের জন্যই কার্যকর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৬: স্রোতস্বিনী পদ্মায় লাফিয়ে কবির কটকি চটি-উদ্ধার

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩০.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম।

Skip to content