বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন উত্তরের অন্য জেলাগুলিতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী রবিবারও এই সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। সোমবার শুধু দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৯: পুণ্যলতা চক্রবর্তী— রায়বাড়ির সরস্বতী

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৯: মহাভারতে ছড়িয়ে আছে অসংখ্য আখ্যান-উপাখ্যান, তেমনই একটি সম্বরণ ও তপতীর কাহিনি

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার পর্যন্ত সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের পাঁচ জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্তনারী মা সারদা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৪: জোড়াসাঁকোয় পাগল-যাচাই

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখাটি বিস্তৃত ছিল। সেটি এখন উত্তর-পূর্ব রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আপাতত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পাশাপাশি পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১: টলস্টয় ও সোফিয়া—প্রেম ও বিবাহ/১

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৫: কী যে করি করি ভেবে মরি মরি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়াজনিত কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অতি বর্ষণের জন্যে ধস নামতে পারে। চাষের জমি এবং ফসলের ক্ষতি হতে পারে। এর জন্য প্রশাসনকে আগেই ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময়েও সাবধান থাকতে বলা হয়েছে।

Skip to content