রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণেরও পূর্বাভাস আছে। এদিকে, উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করল। বিশেষত, উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। তবে কোথাও টানা বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৩: রাজনীতিতে উন্নতির জন্য নিন্দা বা প্রশংসা ব্যক্তিগত পরিসরে করাই শ্রেয়, সভায় নয়

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?

বুধবার কলকাতার আকাশ মূলত মেঘাছন্নই থাকবে। শহরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আবার কোনও কোনও এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩২ ডিগ্রি সেলসিয়ায়স এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।
আরও পড়ুন:

পাঁচ বা দশটা নয়, খেতে হবে ২৩টি কাঠবাদাম! পুষ্টিবিদেরা কেন এই সংখ্যাতেই গুরুত্ব দিচ্ছেন?

রোজ অফিস যাওয়ার আগে, না কি সন্ধেবেলায় ফিরে, কখন হাঁটতে ওজন ঝরবে?

মঙ্গলবারের মতো বুধবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৭: কথা কিছু কিছু

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪৭: ও বন্ধু তুমি শুনতে কি পাও?

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওাহয়েছে। এই পাঁচ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি চলবে।

Skip to content