শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আগামী কয়েক ঘণ্টায় ঘনীভূত হয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলছে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কলকাতায় সকাল থেকে মেঘাচ্ছন্ন। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টিও চলছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, তা গত ২৪ ঘণ্টায় ক্রমে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। গতি ছিল ঘণ্টায় সাত কিলোমিটার। দিঘা থেকে এখনও ৩০০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ। সোমবার আরও ঘনীভূত হয়ে নিম্নচাপটি পরিণত হবে গভীর নিম্নচাপে। তার পর আরও উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে ওড়িশা উপকূলের কাছে পুরীতে স্থলভাগে নিম্নচাপ প্রবেশ করবে সোমবার দুপুরে। পরবর্তী দু’দিনে তা ওড়িশা এবং ছত্তীসগঢ়ের উপর বিরাজ করবে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হবে পশ্চিমের জেলাগুলিতে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮২: খটকা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি চলবে। পশ্চিম ‌বর্ধমান এবং পুরুলিয়াতেও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সোমবার। কলকাতায় আপাতত তার পর থেকে আর কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়ায়।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

নিম্নচাপের কারণে সমুদ্রের উপর ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার বেগ আরও বাড়তে পারে সোমবার। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। বুধবারও উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু দুই দিনাজপুর এবং মালদহে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Skip to content