শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আটটি জেলা ভিজতে পারে। তবে এই বৃষ্টির জন্য অবশ্য গরম কমবে না। পাশাপাশি সোমবার থেকে বাংলার আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া শুকনোই থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। এখনই বাংলার কথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে সারা সপ্তাহে এখনই আর বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৫৭: আশির দশকের শেষ পর্বে পঞ্চমকে অনেকেই কাজ দিতে চাননি

চাল ধোয়া জল ফেলে দেন? জেনে নিন এই জল কোন কোন কাজে ব্যবহার করতে পারেন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিলের শুরুতেই বাংলার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। ইতিমধ্যেই পুরুলিয়া, পানাগড়ের মতো জায়গার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। শনিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৫.১ ডিগ্রি, এই সময় এই তাপমাত্রা স্বাভাবিকই। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.১ ডিগ্রি, অর্থাৎ এই স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার কলকাতার আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

তবে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙের কোনও কোনও অংশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। বৃষ্টির সঙ্গে তুষারপাতও পারে হাওয়া দফতর জানিয়েছে। রবিবার দার্জিলিং ছাড়া বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবারও এই সব জেলায় বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে উত্তরের বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Skip to content