শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


স্টার জলসায় সোমবার থেকে সম্প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। মূলত অসমবয়সি প্রেমের গল্পই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। ভাগ্যের ফেরে হাঁটুর বয়সি এক বহুরূপী মেয়েকে বিয়ে করতে হয় মাঝবয়সি অ্যাডভোকেট অরিন্দম রায়-কে। কিন্তু রায় পরিবারের এ বিয়ে মেনে নিতে খানিক সমস্যাই হয়। ধারাবাহিকের প্রোমোতেও সেই অসমবয়সি সম্পর্কের কথাই তুলে ধরা হয়েছে। শেষে কিনা ‘কাকু’র বয়সি একজনের সঙ্গে বিয়ে হবে মৌড়িগ্রামের অল্পবয়সি মেয়ে নোলকের! এটা সমাজ মেনে নেবে কি না তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ দর্শকই এই গল্পের বিরোধিতা করেছেন। নানারকম কটূক্তিও করেছেন নেটিজেনদের একাংশ। এ প্রসঙ্গে সোমবার সাংবাদিক সম্মেলনে অভিনেতা কৌশিক সেন বলেন, ‘নায়ক-নায়িকাই ধারাবাহিকের গল্প। কোনও গল্প যদি সঠিকভাবে দর্শকের সঙ্গে কমিউনিকেট করা যায় এবং গল্পে যদি গতি থাকে, আর চরিত্রগুলো যদি ভালোবাসার মতো হয়, তাহলে অবশ্যই ধারাবাহিক চলবে। আমরা প্রতিনিয়ত আশপাশে অনেক অসমবয়সি সম্পর্ক দেখি ঠিকই কিন্তু ছোটপর্দায় বা বড়পর্দায় সেগুলো দেখানো হলেই আমাদের সমস্যা হয়। এই ধারাবাহিক দর্শক কতটা গ্রহণ করে এখন সেটাই দেখার।’
রাজ চক্রবর্তী-র প্রযোজনায় স্টার জলসায় শুরু হয়েছে ‘গোধূলি আলাপ’। এই ধারাবাহিকে প্রধান চরিত্র নোলকের ভূমিকায় অভিনয় করছেন সোমু সরকার, অ্যাডভোকেট অরিন্দম রায়-এর ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন।
এদিন সাংবাদিক সম্মেলনে অভিনেতা কৌশিক সেনের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নবাগতা অভিনেত্রী সোমু সরকার। তাঁর কথায়, প্রথম দিন কৌশিক সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সময় মনে মনে একটু ভয় পেয়েছিলেন তিনি।
মৌড়িগ্রামের জমি অধিগ্রহণ মামলা নিয়েই লড়ছেন অ্যাডভোকেট অরিন্দম রায়। তাঁর বাবা অলোকেশ রায়ও এই মামলা নিয়ে একসময় লড়েছেন। দীর্ঘ ২০ বছর পর মৌড়িগ্রামের ওই জমি অধিগ্রহণ মামলার রায় বের হয় এবং তাতে জয়ী হন অ্যাডভোকেট অরিন্দম রায়। এই মামলার প্রধান সাক্ষি হিসাবে তিনি ওই গ্রামেরই বাসিন্দা হারাধন-কে খুঁজে পান। মৌড়িগ্রামে হারাধনের খোঁজে গিয়েই গ্রামের অল্পবয়সি মেয়ে নোলকের সঙ্গে দেখা হয় অরিন্দমের। এরপর ঘটনাচক্রে তাঁদের বিয়েও হয়। সেখান থেকেই এগোবে ‘গোধূলি আলাপ’-এর গল্প। কী হবে এরপর? সমাজ কি মেনে নেবে এই অসমবয়সি সম্পর্কের সমীকরণ? জানতে হলে সোমবার থেকে রবিবার সন্ধে ৬টায় চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়৷

Skip to content