রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

চায়ের সঙ্গে চপ, সিঙ্গারা, চানাচুরের মতো কিছু মুখরোচক না থাকলে ঠিক জমে না। তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলি চায়ের সঙ্গে খাওয়া উচিত নয়। কারণ কিছু কিছু খাবার আছে যেগুলি চায়ের সঙ্গে খেলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। বদহজম, অম্বল, কোষ্ঠকাঠিন্যের মতো নানা সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
 

ঠান্ডা পানীয়

চা পানের আগে বা পরে কোনও ভাবেই ঠান্ডা পানীয় না খাওয়া যাবে না। কারণ গরম চা পানের পরেই ঠান্ডা জাতীয় কোনও পানীয় আমাদের পেটের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। দেখে দিতে পারে বদহজম বা অম্বলের মতো সমস্যাও।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬০: শ্রীমার রামেশ্বরম যাত্রা

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৭: যাজ্ঞসেনী স্বয়ংবরা দ্রৌপদী কি শুধুই প্রতিহিংসার বাতাবরণ বিনির্মাণ করেন?

 

ময়দার তৈরি খাবার

চায়ের সঙ্গে ময়দার তৈরি বিস্কুট খাওয়ার চল বহু পুরানো। চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে। এ প্রসঙ্গে চিকিৎসকরা বলছেন, চায়ের সঙ্গে ময়দার তৈরি বিস্কুট বা অন্য কোনও খাবার না খাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের এই অভ্যাস হজমজনিত নানা সমস্যার তৈরি করতে পারে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— কেরালি ও নোনা হাতিশুঁড়

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

 

কাঁচা খাবার

চায়ের সঙ্গে কখনওই ভুট্টা, স্যালাড, স্প্রাউটসের মতো কাঁচা কিছু খাবার খাওয়া যাবে না। এই অভ্যাস আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। এতে পেটের গন্ডগোল দেখা দিতে পারে।


Skip to content