বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। শনিবারও কলকাতায় বিস্তীর্ণ এলাকায় ভালোই বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির জেরে অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃষ্টির পূর্বাভাসে রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৯: সংশয় আর সন্দেহ

সোমবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম। তবে রবিবারের পর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৫: পতন আসন্ন হলেই সবার বুদ্ধিভ্রষ্ট হয়

দশভুজা, পর্ব-৩৬: মৃণালিনী— রবি ঠাকুরের স্ত্রী-র লেখকসত্তা

রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে
এদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬০: শ্রীমার রামেশ্বরম যাত্রা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ অঞ্চলটি আপাতত উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। মনে করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে আরও সরবে। পাশাপাশি রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। অক্ষরেখাটি নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে। আর এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। আপাতত ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে উত্তর বঙ্গোপসাগরের উপরে ঝোড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ষে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Skip to content