ছবি: প্রতীকী। সংগৃহীত।
আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা পার্শ্ববর্তী দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জেলার বেশ কিছু এলাকায় সন্ধ্যা থেকে ঝড়বৃষ্টি হচ্ছে। তীব্র গরমের মাঝে আপাতত স্বস্তির নিশ্বাস ফেলেছে এই সব এলাকা।
হাওয়া দফতর বুধবার রাত পৌনে ৯টা নাগাদ একটি বুলেটিন প্রকাশ করেছে। ওই বুলেটিনে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টর সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। হাওয়া দফতর জানিয়েছে এই সব এলাকায় আপাতত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। ঝড়বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?
পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টি চলছে সন্ধ্যা থেকে। সাড়ে ৭টার পর থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে বদলে যায় প্রকৃতির রূপ। তাপপ্রবাহে কাহিল এলাকায় রাত সাড়ে ৮টা নাগাদ তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের জেরে একাধিক জায়গায় বিদ্যুৎ চলে যায়। বৃষ্টি চলছে মেছেদা, কাঁথি, মহিষাদল, হলদিয়া, তমলুকে। দিঘাতেও বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। তবে বুধবার রাতে মহিষাদল এবং তার আশপাশের এলাকায় ঝড়ের দাপট বেশি ছিল।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়
হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় তাপপ্রবাহ হয়েছে। বুধবার বাংলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল কলাইকুন্ডায়। পারদ চড়েছিল ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া দফতর জানিয়েছিল, আগামী তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতির তেমন পরিবর্তন হবে না। আগামী রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। যদিও তার আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলল।