ছবি: প্রতীকী।
ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খন্ড এবং বাংলাদেশে। তাই বঙ্গোপসাগর থেকে রাজ্যে ভালো পরিমাণে জলীয়বাষ্প ধুকছে। ফলে এর প্রভাবে শনিবার পর্যন্ত রাজ্যে টানা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ফলে হাওয়া দফতরের পূর্বাভাস মিললে আগামী কয়েক দিন কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে।
আরও পড়ুন:
দশভুজা, দশভুজা: পিকনিক দল থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু: তাঁর লেন্সের বিস্তৃতি ছিল বিস্ময়কর
ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-৪: পুতুলের মাথায় কোঁচকানো সোনালি চুল, চোখ দুটো কেমন যেন অদ্ভুত, কিন্তু এটা আমায় কে পাঠালো?
হাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দুই বর্ধমান ভারী বৃষ্টিতে ভিজতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি ঝোড়ো হাওয়ার দাপট কমবে। পাঁচ দিন রাজ্যের তাপমাত্রার পারদ খুব একটা বাড়বে না। বরং তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে, এমনটাই জানিয়েছেন আবহবিদেরা।
আরও পড়ুন:
১০০ বছর বাঁচতে চান? তাহলে এই চারটি খাবার পাতে রাখুন
শার্ট পরলেও অস্বস্তিতে পড়তে হয়? বুকের কাছে ফাঁকা হয়ে যায়? সমাধান ৫ টোটকায়
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিতে ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।