রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

এ বার দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে দেরিতে। গ্রীষ্মের একটানা দহনজ্বালার পর দেখা মিলেছে বর্ষার সেই চেনা ছবির। হাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তাই দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী কয়েক দিন ভারীর পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। রবিবার দিনভর কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। শহরে এবং পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরুও হয়েছে। রবিবার ভোরে হুগলির কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়। ভেজেছে কলকাতাও।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১৭: লতা-কিশোর-পঞ্চম-গুলজারের অনবদ্য সৃষ্টি ‘তেরে বিনা জিন্দেগি সে কই শিকওয়া নেহি’

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২: চলমান সুন্দরবন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া দফতর নিম্নচাপের জন্য উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে রবিবার এবং সোমবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি, অমরনাথের পথে, পর্ব-২: লিডারের তীরে তখন যাত্রীদের তাঁবুর মেলা…

অজানার সন্ধানে, ‘বঙ্গীয় বিশ্বকোষ’ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন রবীন্দ্রনাথের প্রিয়পাত্র

এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে। এমটাই জানিয়েছে হাওয়া দফতর। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত এরকমই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে, আবহাওয়া দফতর জানিয়েছে।

Skip to content