ছবি: প্রতীকী।
পিছু ছাড়ছে না বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শুক্রবারও হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেও। দার্জিলিং এবং কালিম্পঙে আবার বৃষ্টি বাড়তেও পারে। এদিন শিলাবৃষ্টি হতে পারে কালিম্পঙের কোনও কোনও অংশে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, রাজ্যের সর্বত্র আগামী শনিবার থেকে আকাশ পরিচ্ছন্ন হবে। বৃষ্টির ফলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ আগের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন পারদ ১৯.৯ ডিগ্রি থাকতে পারে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি আশপাশে থাকতে পারে। সেই সঙ্গে শুক্রবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন:
‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’ সামাজিক বার্তা দেয়
ওষুধ খেয়েও বশ মানছে না ডায়াবিটিস? দুপুরের খাবার খাওয়ায় কোনও ভুল করছেন না তো?
আবহাওয়া দফতর শীত নিয়েও পূর্বাভাস জানিয়েছে। শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও ফের জমিয়ে ঠান্ডা পড়ার আর কোনও সম্ভাবনা নেই। শুধু কলকাতাতেই মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ৫ ডিগ্রি সেলাসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৯ থেক ২০ ডিগ্রি আশপাশে থাকতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তাই তাপমাত্রার সামান্য কমলেও আবার জমিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলে বলেই মনে করা হচ্ছে।