বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও এলাকায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝ়ড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়ে দিয়েছে।
গত কয়েক দিন ধরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবেশি বৃষ্টি চলছে। মঙ্গলবারও কলকাতার বেশ কিছু এলাকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আগামী সাত দিন ভারী বৃষ্টি নেই। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

দশভুজা, পর্ব-৩৬: মৃণালিনী— রবি ঠাকুরের স্ত্রী-র লেখকসত্তা

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৭: যাহা শুভ, যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন কর দান

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ওই নয় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— কেরালি ও নোনা হাতিশুঁড়

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

উত্তরবঙ্গেও একেই রকম আবহাওয়া বজায় থাকবে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। কোনও কোনও এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬০: শ্রীমার রামেশ্বরম যাত্রা

কলকাতায় এখনই আর বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টির জেরে কলকাতায় তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৩ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবারও কলকাতার আকাশ কিছুটা মেঘলা থাকবে। বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমনটাই জানিয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

এদিকে বঙ্গোপসাগরে এখন একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর ফলে শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। হাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। আর দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত। আগামী ৩১ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি বজায় থাকবে। তাই আগামী ৩১ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Skip to content