ছবি: প্রতীকী। সংগৃহীত।
দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার থেকেই বর্ষণ শুরু হতে পারে। এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিয়ে কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার থেকে উপকূলের জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্রও বেশ উত্তাল হতে পারে। এ জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় রয়েছে—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ। রবিবার অন্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, আবার কখনও বা ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল সোমবার কালবৈশাখী হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জেলায়। সোমবার এই আট জেলায় ভারী বৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়
জাপানি রেইকি কী? এই থেরাপি কীভাবে রোগ নিরাময় সাহায্য করে?
আবহাওয়া দফতর কালবৈশাখীর জেরে ঝোড়ো আবহাওয়া বইবে বলে সমুদ্রের কাছাকাছি এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে। উপকূল সংলগ্ন অঞ্চলে ৬ মে সোমবার থেকে ৮ মে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে। এর জেরে সমুদ্র উত্তাল হতে পারে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ০.৫ মিটার থেকে ১.২ মিটার পর্যন্ত হতে পারে। হাওয়া দফতর আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-৫৩: সত্যজিতের চলচ্চিত্র জীবনের প্রথম রহস্য রোমাঞ্চকর ছবি ‘চিড়িয়াখানা’
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২১: গিরীন্দ্রমোহিনী দাসী—এক শক্তির গল্প
দক্ষিণবঙ্গে গত কয়েক দিন ধরেই একটানা তাপপ্রবাহ চলেছে। প্রায় সর্বত্র তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে গিয়েছিল কলাইকুন্ডার তাপমাত্রা। অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির জেরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে। তবে আজ রবিবারও কয়েকটি জেলায় তাপপ্রবাহ হতে পারে। সেই তালিকায় রয়েছেপূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের সব জেলায় রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। আগামীকাল সোমবার কয়েকটি জেলায় গরমের অস্বস্তি থাকতে পারে। আবার বিকেলের দিকে আবহাওয়া ঠান্ডা হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে গরমের অস্বস্তি দূর হবে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের সব জেলায় রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। আগামীকাল সোমবার কয়েকটি জেলায় গরমের অস্বস্তি থাকতে পারে। আবার বিকেলের দিকে আবহাওয়া ঠান্ডা হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে গরমের অস্বস্তি দূর হবে।