শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

স্বস্তির সংবাদ। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। যদি শেষমেশ নিম্নচাপ তৈরি হয় তাহলে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে। তবে দক্ষিণের জেলাগুলিতে নিম্নচাপ তৈরির আগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। আবার রাজ্যের চারটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।

আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পাদর ছিল ২৯.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৬.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
হাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই অস্বস্তিকর গরম থাকবে। তাপমাত্রাও আরও ঊর্ধ্বমুখী হবে। শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি আগামী কয়েক দিন অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। সোমবার থেকে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬৩: আমার মালতী লতা কী আবেশে দোলে…

দশভুজা, সরস্বতীর লীলাকমল, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই আগামী সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। তবে অস্বস্তিকর গরমও বজায় থাকবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মুভি রিভিউ: দ্য ওয়েডিং গেস্ট—অনাহুত গেস্ট দেব স্বয়ং অপহরণ করলেন কনে রাধিকাকে

এদিকে আলিপুর আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে। হাওয়া দফতর জানিয়েছে, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে পারে। আর সেখান থেকেই একটি নিম্নচাপও তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। যদি শেষমেশ নিম্নচাপ তৈরি হয়, তা হলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে পারে। এর জেরেই গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

আপনার লুকে কেমন সানগ্লাস মানানসই জানেন?

বেশির ভাগ সময়েই এসি ঘরে কাটে? এই ৫টি রোগ কিন্তু নিঃশব্দে বেড়ে চলেছে, জানতেন?

উত্তরবঙ্গেও প্যাচপ্যাচে গরমের সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দার্জিলিং এবং কালিম্পঙ ভিজতে পারে শুক্রবার এবং শনিবার। উত্তরবঙ্গের অন্য জেলায় অস্বস্তি গরমের বজায় থাকবে। শনিবার তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে আগামী রবিবার থেকে বৃষ্টি হবে। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশি বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।

Skip to content