ছবি: প্রতীকী।
আমরা অনেকেই মেদ ঝরানোর নানা ধরনের উপায় খোঁজার চেষ্টা করি। নেটমাধ্যম খুললেই ওজন ঝরানোর হাজারো উপায় আমাদের চোখে পড়ে। এক একজন এক এক রকমের পরামর্শ দেন। কেউ বলেন, দীর্ঘ ক্ষণ উপোস করলেই দ্রুত মেদ ঝরবে। আবার কেউ কেউ বলেন, ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করলেই অতিরিক্ত ওজন কমবে। যদি অতিরিক্ত ওজন কমানোর জন্য এত কিছু না করতে চাইলেও অন্য সহজ উপায়ও রয়েছে। এ নিয়ে পুষ্টিবিদদের বক্তব্য, অতিরিক্ত ওজন ঝরাতে আদা খুবই উপকারী। তাই প্রতিদিন সকালে আদা-চা পান করলে দ্রুত মেদ ঝরবে।
আদা চা কী ভাবে তৈরি করবেন?
প্রথমে আদার রস, লেবুর রস, মধু ও গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তরই করে নিন। এর পর তা জলের মধ্যে মিশিয়ে নিন। জলে আদার রস, লেবুর রস, মধু ও গোলমরিচের গুঁড়ো মেশানো এই পানীয় শরীরের জন্য খুবই উপকারী। অনেকেই হয়তো জানেন না, এই বিশেষ ধরনের পানীয় জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ৩ ও ৬, প্রোটিন ও ডায়াটেরি ফাইবারে ভরপুর।
আরও পড়ুন:
বাড়িতে নেলপলিশ রিমুভার নেই? ঘরোয়া উপায় কী ভাবে মুছবেন নেলপলিশ?
ষাট পেরিয়ে, পর্ব-২৫: মা-বাবার বয়স বাড়ছে, এই সময় পড়ে গেলে বড় বিপদ ঘটতে পারে, সুরক্ষার প্রয়োজনে মানতে হবে কিছু নিয়ম/১
এই পানীয় খেলে আর কী কী উপকার হবে?
আরও পড়ুন:
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫২: দেশহিতৈষী মা সারদা
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৩: মৃণালিনীর মৃত্যু হয়েছিল কীসে?
আরও পড়ুন: