শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


 

অডিয়ো ক্লিপ (পর্ব-১৩)

একটু সময় নিয়ে দুবেজি আসল প্রসঙ্গে এলেন—
—কী ঠিক করলেন মিস্টার রয়?
—কিসের?
—আপনার শিফটিং
—কোথায় শিফটিং?
—কেন আপনার যে পণ্ডিচেরী চলে যাবার কথা ছিল?
—ভেবেছিলাম?
—যাচ্ছেন না?
—আপনি কি চাইছেন আমি কলকাতা ছেড়ে যাই?
শ্রেয়া চমকে আমার দিকে তাকালো। নীলাঞ্জনের কথা এবং কথা বলার ধরন শুনে আমিও যথেষ্ট অবাক। অনেক সময় পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়কে শখ করে হাতে র্যা কেট ধরা কেউ সপাং করে একটা স্ম্যাশ করে দিলে সকলে যেভাবে চমকে ওঠে আমাদেরও ঠিক তেমন হল।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬২: শ্রীমার দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং

ছি ছি ছি আমি বলবার কে? নৌকরি ছেড়ে দেওয়া। কলকাতা ছেড়ে দেওয়া। বাড়ি বিক্রি করে পন্ডিচেরি যাওয়া এ সবই আপনার নিজের ডিসিশন! তবে আপনার কাছে এটা শুনেছিলাম তাই আমি বসের সঙ্গে কথা বলেছি, আপনি ক্যাশ টাকা কমপেন্সেশন বলে নেবেন না। তাই আপনাকে পণ্ডিচেরীতে একটা বাংলো গিফট করা কথা আমরা ভেবেছি।
—আমাকে? পণ্ডিচেরীতে বাংলো?
—হ্যাঁ, কিন্তু যার বাংলো তিনি বিদেশ চলে যাচ্ছেন। তাই পেপার ফর্মালিটিস কমপ্লিট করার জন্য আপনাকে নেক্সট উইকে একবার পণ্ডিচেরী যেতে হবে। ফর্মালিটিসেরে আপনি আবার কলকাতা ব্যাক করে আসতে পারেন। এই খামের মধ্যে আপনার কলকাতা চেন্নাই
ফ্লাইট টিকিট আছে। চেন্নাই এয়ারপোর্ট থেকে গাড়ি থাকবে আপনাকে পণ্ডিচেরী ছেড়ে আসবে ১৪৫ কিলমিটার, পৌনে তিন ঘণ্টা থেকে তিন ঘণ্টা ম্যাক্সিমাম। এখানে পণ্ডিচেরী হোটেল বুকিং এর ডিটেলস আছে।
—দুবেজি একটাকথা জিজ্ঞেস করতে বড্ড ইচ্ছে হচ্ছে
—বলুন।
—আপনারা হঠাৎ আমার জন্য এত কিছু করছেন কেন?
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৯: ভারতের বিপ্লবী মেয়েরা এবং অন্তরে রবীন্দ্রনাথ

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৮: চরম শত্রুর সঙ্গেও মতের মিল হলে বন্ধুত্ব হয়, আবার মতের মিল না হলেই শত্রুতা

প্রশ্ন আর উত্তর পুরোপুরি এ ঘর থেকে রেডিও নাটকের মত শোনাচ্ছে। টানটান উত্তেজনায় ভরা ঘটনাক্রম। এই প্রশ্নের উত্তরে কি বলবেন দুবেজি?
—আপনার সেফটি!
—সেফটি? আমার সেফটি?
—ইয়েস! যেভাবে ঘাটনা ঘটলো তাতে মনে হচ্ছে কি ইউ উইল নট বি সেফ হিয়ার অ্যাট ক্যালকাটা।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৬: দুবেজিকে নিয়ে ধৃতিমানের অনুমান সত্যি

দুবেজির উচ্চারণের দোষে ঘটনার ঘাট ছুঁয়ে গেল আসল ঘটনা। সত্যিই কি নীলাঞ্জনের বিপদ নাকি তাকে ভয় দেখানো হচ্ছে?
—এখন দুবেজি একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। যাকে সেফটি দেবার কথা ছিল তাকে কিন্তু আপনারা সেফটি দিতে পারেননি।
—ইয়েস ইউ আর পার্টলি রাইট। আসলে সুচেতা ঠিক কোন লিড নিয়ে কাজ করছিল দ্যাট ওয়জ নট নোন টু আস ইনফ্যাক্ট
ম্যানেজমেন্ট কখনো সুচেতার কোন কাজে কখনও ইন্টারফেয়ার করত না। শি ওয়জ দ্য মোস্ট প্রেশিয়াস হিউম্যান অ্যাসেটস উই
হ্যাড। বাট আমরা কিছু করতে পারিনি। উই লস্ট হার!
—আপনাদের কাছে কোন ক্লু আছে? কে বা কারা সুচেতাকে এভাবে
—দ্যাট পুলিশ উইল ইনভেস্টিগেট।
—তাহলে পুলিশই তো আমার সেফটি দিতে পারে?
—দেখুন মিঃ রয় চয়েস ইস ইয়োরস, কিন্তু আমরা চাই না যে আপনি এই রিস্কের মধ্যে কলকাতা থাকুন।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১০: মর্ত্যে আনিল ধ্রুবতারকারে ধ’রে

স্পষ্ট বুঝতে পারলাম দুবেজি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। স্পঞ্জের সিট ছেড়ে উঠে দাঁড়ালে যেমন একটা চাপা শব্দ হয় তেমন শোনা গেল যেটা নিশ্চয়ই শ্রেয়ার সেনসিটিভ মাইক্রোফোনে আরো স্পষ্ট করে ধরা পড়বে।
—টিকিট রইল। যদি আপনি ডিসাইড করেন ইউ আর নট গোয়িং, ওয়ানডেবিফোর প্লিজ মেসেজ করে দেবেন। ক্যানসেল অল বুকিং
অ্যান্ড সেভ সাম অননেসেসারি ওয়েস্টেজ অফ মনি!

দুবেজির উচ্চারণে ‘আননেসেসারি’ বা ‘মানি’ শব্দগুলো অন্যরকম শোনায়। একটু নৈঃশব্দ্য। দুবেজি ঘর ছেড়ে গিয়েছেন কিনা এখান থেকে ঠিক বুঝতে পারছি না। একটু দূরত্ব থেকে বলা কথা শুনে মনে হলো বাড়ির মেইন ডোরের কাছ থেকে টার্ন করে আবার কথাগুলো বলছেন দুবেজি।
—আর একটা রিকোয়েস্ট এই ফুল মিষ্টি দিয়ে অফিস আমায় পাঠিয়েছে। আমি আপনাকে ডেলিভারি করে দিলাম। আপনি
রাখবেন না লেক কালীবাড়ি পৌঁছে দেবেন সেটা আপনার ব্যাপার। চলি দুবেজি যে যথেষ্ট রুষ্ট হয়েছেন এটা তার কথাতেই স্পষ্ট।—চলবে।
 

সুচেতা মুখোপাধ্যায় হত্যারহস্য পরবর্তী পর্ব আগামী বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content