সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

অবশেষে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি! আলিপুর আবহাওয়া দফতর, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। বৃষ্টির ঝোড়ো হাওয়াও সঙ্গে বইবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস কলকাতার পাশাপাশি ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, দুই ২৪ পরগনাতেও।

এদিকে রাজ্যের প্রায় সব জেলাতেই শুক্রবার থেকে ৩ দিন বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। ২ এপ্রিল পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর ৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে।
আলিপুর হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, ৩১ মার্চ, শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, নদিয়াতে। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। অধিকাংশ জেলাতেই রবিবার ২ এপ্রিল, পর্যন্ত বর্ষণ চলতে পারে। ৩ এপ্রিল, সোমবার হালকা বৃষ্টিপাত হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়াতে।
আরও পড়ুন:

ইউপিআই লেনদেনের নিয়ম বদলাচ্ছে! কাদের অতিরিক্ত টাকা দিতে হবে? কাদের দিতে হবে না?

৪১ বছর বয়সে ৫০০ সন্তানের বাবা! ‘এবার অনুগ্রহ করে ওকে থামতে বলুন’, আদালতে আর্জি উদ্বিগ্ন মায়ের

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৩১ মার্চ শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে। এই জেলাগুলিতে ১ এবং ২ এপ্রিল বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ছয় জেলাতেই বৃষ্টি হতে পারে আগামী ৩ এপ্রিল, সোমবার পর্যন্ত। তবে মঙ্গলবার ৪ এপ্রিল, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দুই দিনাজপুর এবং মালদহে।

Skip to content