শুক্রবার ৫ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

এখনও বৈশাখ শুরু হতে অনেক বাকি। তার আগে চৈত্র গরম দাপট দেখাতে শুরু করে দিয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ শুক্রবারের তুলনায় শনিবার কিছুটা বেড়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি ছিল। শনিবার তা বেড়ে হয়েছে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিনে কলকাতার পারদ আরও বাড়বে। তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। এ-ও বলা হয়েছে, রাজ্যের তাপমাত্রার পারদ বৈশাখ শুরুর আগেই ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। হাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘচ্ছন্ন থাকবে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: গড়পড়তা থ্রিলারের ভিড়ে মেরি ক্রিসমাস-এর কাহিনি স্বতন্ত্র

পাকা বেদানা চেনতে জহুরি হওয়ার দরকার নেই, এই সব টিপস জানলেই হল

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আগামী দু’দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম তেমন কমবে না। শনিবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। তবে ভালো খবর হল, আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

এই ৫ অভ্যাস অল্প বয়স থেকে করতে পারলে দূরে থাকবে রোগ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৯: ইন্দুমতী ও সুরবালা

হাওয়া দফতর বক্তব্য, মূলত নিম্নচাপ অক্ষরেখার জেরেই তৈরি হচ্ছে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ। এর থেকে বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এও জানিয়ে দেওয়া হয়েছে, বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। বাংলা জুড়ে সোমবার থেকে ফের তারপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। শনিবার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।

Skip to content