ছবি: প্রতীকী। সংগৃহীত।
দিন কয়েক হল তীব্র গরম এবং তাপপ্রবাহ থেকে কিছুটা রেহাই মিলেছে। গতকাল রবিবার সন্ধ্যা থেকে কিছুটা হলেও আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। আজ সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। যদিও আর্দ্রতা অস্বস্তি বাড়িয়েছে। তবে তীব্র গরম থেকে স্বস্তি এখন কেবল সময়ের অপেক্ষা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে চার জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উঁচুতে এর উপরেই রয়েছে অক্ষরেখা। আর তার টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে। তাই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
এর প্রভাবে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূমে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। এই ছয় জেলার মধ্যে আবার নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় ভারী বর্ষণ হতে পারে। এই সব জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এক্ষেত্রও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়
জাপানি রেইকি কী? এই থেরাপি কীভাবে রোগ নিরাময় সাহায্য করে?
মঙ্গলবারও ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণের প্রায় সব জেলারই কোনও না কোনও এলাকায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। আগামী শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণের প্রায় সব জেলারই কোনও না কোনও এলাকায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। আগামী শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-৫৩: সত্যজিতের চলচ্চিত্র জীবনের প্রথম রহস্য রোমাঞ্চকর ছবি ‘চিড়িয়াখানা’
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২১: গিরীন্দ্রমোহিনী দাসী—এক শক্তির গল্প
সোমবার উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহারে।ীই দুই জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গত থাতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিও ভিজতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।