সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

রাজ্যজুড়ে পুজোর আগে বৃষ্টি হয়েই চলছে। মঙ্গলবারেও আবহাওয়ার তেমন পরিবর্তন হয়নি। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডে অবস্থান করছে। এর জেরেই আরও কয়কদিন বাংলায় দুর্যোগ চলবে।
হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার অবধি বৃষ্টি চলবে। কোনও কোনও অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাহের কোনও কোনও জায়গায়। সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। কলকাতা-সহ অন্য জেলাতেও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হতে পারে। আগামী বুধবার এবং বৃহস্পতিবারেও বৃষ্টি চলবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৪০: সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না

উত্তম কথাচিত্র, পর্ব-৪৯: অনেক যতনে ‘বড়দিদি’-র পর্ব রাখিনু সেথা

উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পঙ এবং জলপাইগুড়িতে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারেও। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-৯: মৌলিকত্ব ও অনন্যতায় সমৃদ্ধ এক স্থাপত্যকীর্তি জটিলেশ্বর শিবমন্দির/১

পঞ্চমে মেলোডি, পর্ব-৩১: দিল লেনা খেল হ্যায় দিলদার কা…

একটানা বৃষ্টির এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার জন্যে সাতটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এমনটাই আশঙ্কা করা হয়েছে। রাজ্য সরকার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হাওড়া এবং হুগলির জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

Skip to content