শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। ছবি: সংগৃহীত।

সানস্ক্রিনের আবরণ থাকা সত্ত্বেও সারাদিন ঘোরাঘুরি করে মুখচোখ কালচে হয়ে গিয়েছে! ধুলো-ময়লা, রোদের তাপে মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। মুখের সেই হারানো সৌন্দর্য ফেরাতে এবার হাতে তুলে নেওয়া দরকার বেশ কিছু ঘরোয়া উপকরণ। যে সব উপাদানের মাধ্যমে সহজেই মুখের কালচে ভাব দূর হয়ে যাবে।
 

সৌন্দর্যের হাল ফেরাতে তিন প্যাক

 

মুখে শ্রী ফিরবে এক টুকরো টম্যাটোতে

ভিটামিনে ভরপুর টম্যাটো যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনই কার্যকর ত্বকের কালচে দাগ তোলার জন্যও। এক টুকরো টম্যাটো বেটে ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাতে কয়েক ফোঁটা মধু যোগ করলেই প্যাক তৈরি করে নিতে হবে। এ বার মুখ পরিষ্কার করে এই প্যাকটি লাগিয়ে মিনিট ১৫ ধরে শুকোতে দিতে হবে। তার পর জল দিয়ে হালকা হাতে ঘষে ঘষেধুয়ে ফেললেই ত্বক হবে উজ্জ্বল ও ঝলমলে।

আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮৭: সুন্দরবনের পাখি — ফিঙে

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭১: ধর্মকার্যের জন্য টাকা জোগাড় করা আর সাদা কাপড়ে ময়লা লাগিয়ে ধোয়া, দুই-ই সমান

 

১ চামচ কফিতেই কাজ হবে

রান্নাঘরে এক চামচ কফির হদিশ মিলবে। আর লাগবে সামান্য টক দই, মধু, এক চা-চামচ অলিভ অয়েল বা নারকেল তেল। ১ চা-চামচ কফি, ১ টেবিল চামচ টক দই, কয়েক ফোঁটা মধু, শুষ্ক ত্বক হলে এক চা-চামচ তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্যাকটি ব্যবহার করতে হবে পরিষ্কার মুখে।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০২: অন্ধকারে কে?

উপন্যাস: আকাশ এখনও মেঘলা

সারা দিন ঘোরার পরে প্রথমেই মেকআপ রিমুভার বা তেল দিয়ে মেকআপ তুলে নিতে হবে। তার পর স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার করে মাখতে হবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই প্যাকটি। ১৫-২০ মিনিট রাখলেই বাজিমাত। কালচে ভাব অনেকটাই পরিষ্কার হবে এক বারে। যদি পুরো পরিষ্কার না হয়, সপ্তাহে ১ থেকে ২ বার মাস্ক এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:

ভাসাবে দোঁহারে

উত্তম কথাচিত্র, পর্ব-৬৬: জীবন নিয়ে কৌতুক আর ‘যৌতুক’

 

পাকা পেঁপেও ভালো কাজ করবে

মুখের কালো ছোপ বা ট্যান তুলতে পাকা পেঁপেও কিন্তু ভীষণ কাজের। ২ টেবিল চামচ পাকা পেঁপের ক্বাথের সঙ্গে মিশিয়ে নিতে হবে ১ টেবিল চামচ মুলতানি মাটি। যদি মিশ্রণ শুকনো বলে মনে হয়, যোগ করা যেতে পারে গোলাপজল। ফেসওয়াশ এবং স্ক্রাবার ব্যবহারের পর এই প্যাকটি মেখে ১০-১৫ মিনিট রাখলেই ত্বক হয়ে উঠবে সুন্দর। ফিরবে হারানো জেল্লা। বাড়বে সৌন্দর্য।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content