শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


আজ থেকে জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। তিন বোন ও তাঁদের মায়ের জীবনযাত্রার গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক। ঠেলা গাড়িতে চপ বিক্রি করে সংসার চালান দুঃখী মা। আর তিন মেয়ে তুবড়ি, তোরা ও তিন্নি তাঁকে এই ব্যবসায় সাহায্য করে। বাবা ছেড়ে চলে গিয়েছেন অনেকদিন আগেই। তিনি আবার অন্য জায়গায় আরও একটি সংসার পেতেছেন। প্রোমোতে এ গল্প স্পষ্ট। দুঃখী মায়ের তিন মেয়ের মধ্যে তুবড়ি হল একজন প্রতিবাদী ও ডাকাবুকো মেয়ে। আঙুল তুলে কেউ কথা বললে তাঁকে চুপচাপ ছেড়ে দেওয়ার পাত্রী নয় তুবড়ি। এই মেয়ের জীবনেও আসবে প্রেম। অর্জুন নামের এক ছেলের আগমন ঘটবে তুবড়ি-র জীবনে। কিন্তু কীভাবে, তা জানতে হলে সোমবার থেকে রবিবার সন্ধে ছ’টায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এই ধারাবাহিকে তুবড়ি-র বাবার চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ গুহ। তাঁর দ্বিতীয় স্ত্রী-র চরিত্রে অভিনয় করছেন ঋ সেন। তুবড়ি-র মায়ের চরিত্রে অভিনয় করছেন লাবনি সরকার। ধারাবাহিকের মুখ্য চরিত্রে তুবড়ি-র ভূমিকায় অভিনয় করছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, তোরার চরিত্রে রয়েছেন সুকন্যা বসু এবং তিন্নির চরিত্রে রয়েছেন সৌমি চট্টোপাধ্যায়। অর্জুনের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিক ঘোষ। অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করছেন ঋতা দত্ত চক্রবর্তী এবং অর্জুনের বাবার চরিত্রে অভিনয় করছেন বিকাশ ভট্টাচার্য৷

Skip to content