করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় জীবন আবার কিছুটা হলেও ছন্দে ফিরছে। গত দুবছরে পশ্চিমবাংলার সিনেমাহলগুলি দিনের আলো দেখেছে হয়তো কদাচিৎ। দীর্ঘ আঁধারযাপনের পর এবার একটু আশার আলো দেখতে আরম্ভ করেছে হলগুলি। আর সেই আশার আলোকেই আরও পরিস্ফুট করে তুলতে এসভিএফ চলতি বছরে আসছে একঝাঁক নতুন ছবি। সঙ্গে থাকছে এই প্রজন্মের একগুচ্ছ তারকা। আসুন খানিক চোখ বুলিয়ে নেওয়া যাক এসভিএফের আসন্ন ছবিগুলির ছোট্ট তালিকায়।
দ্য একেন: ‘দ্য একেন’ হল একটি রহস্য-রোমাঞ্চ কাহিনি সংবলিত উত্তেনাপূর্ণ থ্রিলার, যার কেন্দ্রীয় চরিত্র হলেন একেনবাবু। একের পর এক রহস্যময়তায় জড়িয়ে পড়ার ফলে একেনবাবুর যুক্তি বুদ্ধি বারবার বিভ্রান্তির দিকে পরিচালিত হয়। একেনবাবু কি পারবেন এই বিভ্রান্তি কাটিয়ে উঠে সমাধানসূত্রে পৌঁছতে?
একেনবাবুর ভূমিকায় পুনরায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছে পায়েল সরকার এবং এই ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন দেবাশিস মণ্ডল এবং সুহোত্রা মুখোপাধ্যায়। আগামী ১৪ এপ্রিল সম্ভবত মুক্তি পেতে চলেছে এই ছবি।
X=প্রেম: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি একটি সূত্রে গ্রথিত চারটি ভিন্ন ভিন্ন ব্যক্তির জীবনের গল্প বলবে। এক দম্পতিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনা এবং তার থেকে শুরু নতুন এক জার্নি, এই নিয়েই আসতে চলেছে নতুন ছবি X=প্রেম। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখ যাবে অর্জুন চক্রবর্তীকে, এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক এবং শ্রুতি দাস। আগামী ১৩ মে সম্ভবত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
কুলের আচার: বিয়ের পরে কি একটি মেয়ের আপামর পূর্বপরিচয়টুকু বদলে যেতে পারে এক লহমায়। তবে বিয়ের পরে একজন মেয়ের কেন পদবি বদল করার প্রয়োজন পড়বে? এহেন এক গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন নিয়েই আসতে চলেছে এসভিএফের নতুন ছবি ‘কুলের আচার’৷ ছবিতে অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার, নীল চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার এবং বিক্রম চট্টোপাধ্যায়। সম্ভবত ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
একেনবাবুর ভূমিকায় পুনরায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছে পায়েল সরকার এবং এই ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন দেবাশিস মণ্ডল এবং সুহোত্রা মুখোপাধ্যায়। আগামী ১৪ এপ্রিল সম্ভবত মুক্তি পেতে চলেছে এই ছবি।
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।