রবিবার ১০ নভেম্বর, ২০২৪


করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় জীবন আবার কিছুটা হলেও ছন্দে ফিরছে। গত দুবছরে পশ্চিমবাংলার সিনেমাহলগুলি দিনের আলো দেখেছে হয়তো কদাচিৎ। দীর্ঘ আঁধারযাপনের পর এবার একটু আশার আলো দেখতে আরম্ভ করেছে হলগুলি। আর সেই আশার আলোকেই আরও পরিস্ফুট করে তুলতে এসভিএফ চলতি বছরে আসছে একঝাঁক নতুন ছবি। সঙ্গে থাকছে এই প্রজন্মের একগুচ্ছ তারকা। আসুন খানিক চোখ বুলিয়ে নেওয়া যাক এসভিএফের আসন্ন ছবিগুলির ছোট্ট তালিকায়।

দ্য একেন: ‘দ্য একেন’ হল একটি রহস্য-রোমাঞ্চ কাহিনি সংবলিত উত্তেনাপূর্ণ থ্রিলার, যার কেন্দ্রীয় চরিত্র হলেন একেনবাবু। একের পর এক রহস্যময়তায় জড়িয়ে পড়ার ফলে একেনবাবুর যুক্তি বুদ্ধি বারবার বিভ্রান্তির দিকে পরিচালিত হয়। একেনবাবু কি পারবেন এই বিভ্রান্তি কাটিয়ে উঠে সমাধানসূত্রে পৌঁছতে?
একেনবাবুর ভূমিকায় পুনরায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছে পায়েল সরকার এবং এই ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন দেবাশিস মণ্ডল এবং সুহোত্রা মুখোপাধ্যায়। আগামী ১৪ এপ্রিল সম্ভবত মুক্তি পেতে চলেছে এই ছবি।

X=প্রেম: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি একটি সূত্রে গ্রথিত চারটি ভিন্ন ভিন্ন ব্যক্তির জীবনের গল্প বলবে। এক দম্পতিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনা এবং তার থেকে শুরু নতুন এক জার্নি, এই নিয়েই আসতে চলেছে নতুন ছবি X=প্রেম। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখ যাবে অর্জুন চক্রবর্তীকে, এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক এবং শ্রুতি দাস। আগামী ১৩ মে সম্ভবত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

কুলের আচার: বিয়ের পরে কি একটি মেয়ের আপামর পূর্বপরিচয়টুকু বদলে যেতে পারে এক লহমায়। তবে বিয়ের পরে একজন মেয়ের কেন পদবি বদল করার প্রয়োজন পড়বে? এহেন এক গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন নিয়েই আসতে চলেছে এসভিএফের নতুন ছবি ‘কুলের আচার’৷ ছবিতে অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার, নীল চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার এবং বিক্রম চট্টোপাধ্যায়। সম্ভবত ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
খেলা যখন: অরিন্দম শীল পরিচালিত এই ছবি মূলত একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। ভয়াবহ দুর্ঘটনায় সন্তান হারিয়ে এক শোকাচ্ছন্ন মায়ের অতিবাস্তব জগতে পদার্পণ এবং সেই জগতের দৃষ্টিভঙ্গি থেকে প্রথাগত বাস্তবের ধারণা নিয়ে প্রশ্ন তোলা, এহেন মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়েই আসতে চলেছে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’। মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এবং সুস্মিতা চ্যাটার্জি অভিনীত ঊর্মি এবং সাগ্নিকের গল্প বলতে যাঁরা একটি ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় তাঁদের একমাত্র সন্তানকে হারিয়েছিল৷ সম্ভবত এই ছবি মুক্তি পাবে ১ জুলাই।

ব্যোমকেশ: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ গল্প ‘বিশুপাল বধ’-কে কেন্দ্র করে নির্মিত অরিন্দম শীলের ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি আসতে চলেছে প্রায় ৪ বছর পরে। ব্যোমকেশ এবং সত্যবতীর চরিত্রে পুনরায় ফিরতে চলেছেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। পাশাপাশি সুহোত্রা মুখোপাধ্যায়কে দেখা যাবে ব্যোমকেশের প্রিয় সঙ্গী অজিতের ভূমিকায়। ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

কর্ণ সুবর্ণ’র গুপ্তধন: ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘গোলন্দাজ’-এর পর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘কর্ণ সুবর্ণ’র গুপ্তধন’-এ ফের পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন সোনাদা, ঝিনুক এবং আবিরের রোমাঞ্চকর জুটিকে। আগামী ৩০ সেপ্টেম্বর পুনরায় নতুন রোমহর্ষকতার আবহ নিয়ে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন সোনাদা।

বল্লভপুরের রূপকথা: বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ‘বল্লভপুরের রূপকথা’ দিয়ে তার ফিচার ফিল্ম পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন। ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই হরর-কমেডি জনারের ছবিটি।

হত্যাপুরী: সত্যজিৎ রায় রচিত ‘হত্যাপুরী’ একটি রহস্য রোমাঞ্চ উপন্যাস, যেখানে ফেলুদা, তোপসে এবং জটায়ু পুরীর সমুদ্রসৈকতে অবসরযাপন করতে গিয়ে জড়িয়ে পড়ে একটি খুনের ঘটনার সঙ্গে। সমুদ্রসৈকতে আবিষ্কৃত এই অজ্ঞাত মৃতদেহের রহস্য সমাধান করতে আগামী ২৩ ডিসেম্বর রুপোলি পর্দায় ফিরতে চলেছে ফেলুদা, তোপসে এবং জটায়ু নামক বাঙালির এই চিরপ্রিয় থ্রি মাস্কেটিয়ার্সের জুটি।

ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content