মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


রীতেশের সঙ্গে জেনেলিয়া।

বলিউডের যে সব সুপারহিট দম্পতিরা নিয়মিত চর্চায় থাকেন তাঁদের মধ্যে অন্যতম হলেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার সেটে কাজ করার সময় তাঁদের মন নিয়ে কাছাকাছি আসা শুরু হয়েছিল।
অবশেষে ২০১২ সালে রীতেশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। যদিও তাঁদের একসঙ্গে চলার পথ মোটেই সহজ ছিল না। পরিবারের ইচ্ছে-অনিচ্ছাকে অগ্রাধিকার দিতে গিয়ে প্রবল টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন জেনেলিয়া। বিয়ের পর থেকে একরকম অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে তাঁকে বরাবরই ভালোবাসায় ভরিয়ে রেখেছেন স্বামী রীতেশ। তাঁদের জীবনে এসেছে দুই সন্তান রাহেল এবং রিয়ান। দুই সন্তানের জন্ম দেওয়ার পর অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল জেনেলিয়ার। এখন আবার সে সব ঝরিয়ে একেবারেই তন্বী তিনি। বেড়েছে গ্ল্যামারও।
বড়পর্দায় ফিরতে হবে, তাই নিজের ফিটনেসের সঙ্গে কোনও রকম আপস করেননি। মাত্র ছ’ সপ্তাহে ৪ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। ছ’ সপ্তাহ আগে তাঁর ৫৯.৪ কেজি ওজন ছিল। নিয়মিত ওয়ার্কআউট সেশন এবং কড়া ডায়েট মেনে চলার পর এখন তাঁর ওজন ৫৫.১ কেজি। ওজন প্রশিক্ষণ থেকে কার্ডিও থেকে ব্যাটল রোপ ব্যায়াম, বিগত ছয় সপ্তাহে অভিনেত্রী মেদ ঝরাতে বিভিন্ন ধরনের শরীরচর্চা করেছেন।
নিজের ইনস্টাগ্রামে তিনি তাঁর সেই ফিটনেস ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ৩৫ বছরের জন্মদিনে সুখী জীবন ফিরে দেখলেন অভিনেত্রী। ১০ বছর পর আবারও সিনেমায় ফিরছেন তিনি। আসন্ন মরাঠি ছবি ‘বেদ’ দিয়ে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন রীতেশ। রীতেশ এখন মারাঠি সিনেমার নামকরা অভিনেতা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাউলি। বক্স অফিসে খুবই বড় সাফল্য পেয়েছে এই সিনেমা। মিস্টার মামি নামে রীতেশ পরিচালিত আরও একটি ছবিতে দেখা যাবে তাঁর ঘরণী জেনেলিয়াকে।

Skip to content