সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

অনেকটাই ভালো আছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। গত শনিবার অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একাধিক পরীক্ষায় জানা যায়, ‘মেঘে ঢাকা তারা’র পরিচালকের হার্টে ব্লক রয়েছে। শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসতেই দ্রুত চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা পরিস্থিতির গুরুত্ব বুঝে স্টেন্ট বসিয়েছেন। এখন তিনি অনেকটাই সুস্থ। গত মঙ্গলবার তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়। সেই সঙ্গে চিকিৎসকরা কিছু কড়া বিধিনিষেধ মেনে চলতে বলেছেন পরিচালককে। যেমন—পাঁঠার মাংস, তেল-মশলা, শর্করা জাতীয় খাবার, ধূমপান, মদ্যপান একেবারে বর্জন করতে হবে। সেই সঙ্গে ওজনও কমাতে হবে পরিচালককে। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালেও তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
পরিচালকের স্ত্রী রেশমি মুখোপাধ্যায়ের বক্তব্য, কিছু দিন ধরে কমলেশ্বরের শরীর তেমন ভালো যাচ্ছিল না। সারা গায়ে ব্যথা অনুভব করছিলেন। প্রথমে মনে করা হয়েছিল হয়তো পরিশ্রমের কারণে এরকম হচ্ছে। অবস্থার তেমন উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। যদিও প্রাথমিক ভাবে কমলেশ্বরের হৃদ্‌রোগ ধরা পড়েনি। তবে গত শনিবার তাঁর বুকে ব্যথা হওয়ায় এবং শারীরিক অস্বস্তি বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
পরিচালকের কথায়, বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাড়িতে কয়েকদিন বিশ্রামে থাকবেন। তার পর রবিনসন স্ট্রিট-কাণ্ড নিয়ে যে ডক্যু সিরিজের তিনি করছেন তার শ্যুটিং শেষ করবেন।

Skip to content