বাপি দাস।
প্রয়াত কিংবদন্তি বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’-র ‘বাপিদা’ ওরফে তাপস দাস। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। তাপস দাসের চিকিৎসার খরচ জোগাতে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দুই বাংলার শিল্পীরা। রবিবার ‘বাপিদা’র লড়াই শেষ হল। না ফেরার দেশে চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা।।
আরও পড়ুন:
নতুন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা হাওয়া দফতরের
পঞ্চমে মেলোডি, পর্ব-১৭: লতা-কিশোর-পঞ্চম-গুলজারের অনবদ্য সৃষ্টি ‘তেরে বিনা জিন্দেগি সে কই শিকওয়া নেহি’
রবিবার এই দুঃসংবাদ দিলেন রূপম ইসলাম। বাপিদার প্রয়াণে শোকস্তব্ধ সংগীতদুনিয়া। ‘বাপিদা’ যে ফুসফুসের ক্যানসারে ভুগছেন তা প্রকাশ্যে আসে চলতি বছরের জানুয়ারি মাস নাগাদ। ‘তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পাশে দাঁড়ান একাধিক সঙ্গীতশিল্পী। একটি তহবিল তৈরি করা হয় চিকিৎসার খরচ জোগাতে। ‘ফসিলস’, ‘বর্ণ অনন্য’ শিল্পীর চিকিৎসার খরচ জোগাতে শহরে একধিক কনসার্টের আয়োজন করা হয়। রাঘব চট্টোপাধ্যায়, পটা, অনিন্দ্যরাও অনুষ্ঠান করেছিলেন। পরে রাজ্য সরকার ‘বাপিদা’র চিকিৎসার দায়িত্ব নেয়। শিল্পীর চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে।