সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

আমরা সজনে ডাঁটা তো খাই-ই। কিন্তু সজনে পাতাও যে স্বস্থ্যগুণে সমৃদ্ধ তা আমরা অনেকেই জানি না। সজনের পাতাকে বলা হয় ‘সুপার ফুড’। আর গাছকে বলা হয় ‘মিরাকেল ট্রি’। পুষ্টিগুণে ভরপুর সজনেকে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্বও বলা হয়। এর একটি ডাল মাটিতে পুঁতলেই আবার গাছও হয়ে যায়।
 

সজনে পাতায় কী আছে?

কমলা ও লেবু থেকে সাতগুণ বেশি ভিটামিন-সি রয়েছে সজনে পাতায়।
দুধের চেয়ে চারগুণ বেশি ক্যালশিয়াম এবং ডিম থেকে দু’ গুণ বেশি প্রোটিন আছে সজনে পাতায়।
অন্ধত্ব দূরীকরণে ব্যাপক কার্যকরী। কারণ গাজর থেকে চারগুণ বেশি ভিটামিন-এ রয়েছে এতে।
সজনে পাতা অ্যানিমিয়া প্রতিরোধ করে। কারণ শাকের তুলনায় পঁচিশগুণ বেশি আয়রন রয়েছে এতে।
কলা থেকে তিনগুণ বেশি পটাশিয়াম রয়েছে সজনে পাতায়।
শুনে আরও অবাক হবেন যে, সজনে পাতা জলকে আর্সেনিক মুক্তও করে।

আরও পড়ুন:

চোখ ভালো রাখতে চান? পাতে লাল শাক রাখছেন তো?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

 

কোন কোন রোগে উপকারী?

হৃদরোগীদের জন্য ভালো

সজনেপাতা হৃদরোগীদের জন্য ঠিক ওষুধের মতো কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।
 

ক্যালশিয়াম ও আয়রন সরবরাহ করে

এক টেবিল চামচ শুকনা সজনেপাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% আয়রন এবং ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে। রোজ ৬ চামচ সজনে পাতার গুঁড়ো অন্তঃসত্ত্বা বা স্তন্যদানকারী মায়ের যথাযথ মাত্রায় ক্যালশিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৪: অপরাজিতা রাধারাণী

ভোটস্য পরিবেদনা

 

বহুমূত্র রোগ নিরাময়

সজনে পাতা বহুমূত্র রোগের জন্যে অনেক উপকারী।
 

ত্বকের এলার্জি দূর করতে

এলার্জি জনিত সমস্যা হলে সজনের পাতা বেটে ক্ষতস্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়।
 

গ্যাসট্রাইটিস দূর করতে

প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুঁড়ো জলে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৪: প্রজাদের আনন্দ, স্বস্তি, আশ্রয় রাম—তাঁর কাছে প্রজাদের আনুগত্যের স্থান কোথায়?

 

ব্যাথা থেকে মুক্তি দিতে

গেঁটেবাত এর জন্যে সজিনা পাতা বেটে হাঁটুতে বা যে স্থানে ব্যথা হয় সেখানে লাগিয়ে রাখলে ব্যথা মুক্তি পাওয়া যায়।
 

কৃমিনাশক

সজনে পাতা কৃমিনাশক হিসেবে কাজ করে। কৃমি সমস্যা করলে সজিনা পাতা গুঁড়ো করে অথবা অন্য খাবারের সঙ্গে খান।

যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২

* হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

Skip to content