শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মঙ্গলবার বাংলার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই কয়েকটি এলাকা ছাড়া আর অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে কিছুটা তাপমাত্রার পারদপতনও হবে বলে হাওয়া অফস জানিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্প তৈরি হয়েছে। তাই মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
আরও পড়ুন:

স্বামীজির জন্মবার্ষিকী পালন করল রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম

ইস্ত্রি খারাপ হয়ে গিয়েছে? জেনে নিন পোশাক ইস্ত্রি করার ৩টি সহজ বিকল্প

হাওয়া অফিস জানিয়েছে, অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। ওই সব এলাকা ছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ, মাধ্যমিকে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার উপায় কি? দেখে নাও আজকের বিষয়: Seen Comprehension

মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

আবহাওয়া দফতর এও জানিয়েছে, রাতের তাপমাত্রার পারদ আগামী ৪৮ ঘণ্টায় প্রায় একই রকম থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে।

Skip to content