ছবি প্রতীকী
রবিবার সন্ধ্যা হুগলি নদীতে তলিয়ে গেল দুই খুদে। ডায়মন্ড হারবার থানার পুলিশ বিষয়টি জানা মাত্রই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী দুই শিশুর খোঁজে জরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। ডায়মন্ড হারবার ফেরিঘাটে আজ সন্ধ্যা ৭টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজরা কলকাতার পঞ্চান্নগ্রামের বাসিন্দা। নদীতে তলিয়ে শিশু দুটির নাম সিদ্রা তাসহিন (৭) এবং আতিফা নাজরিন (৫)। সিদ্রা এবং আতিফা পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ব মেদিনীপুরের কুঁকুড়াহাটিতে বাড়াতে গিয়েছিল। কুঁকুড়াহাটি থেকে ফেরার সময় ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটেছে। লঞ্চ থেকে যখন সবাই নামছিলেন, তখনই শিশু দুটি কোনও ভাবে নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদীতে সে সময় জোয়ার চলছিল। তাই শিশু দুটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জলে তলিয়ে যায়।
আরও পড়ুন:
বাতের ব্যথায় কাবু? এই পানীয়তে রয়েছে জাদু
তেল, ঘি, বৈদ্যুৎ লাগবে না, জল দিলেই জ্বলবে, জলপাইগুড়ির বাজারে ‘ম্যাজিক প্রদীপ’ কিনতে ভিড়
শিশু দুটির খোঁজে সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুরসভার আধিকারিকেরাও। এ প্রসঙ্গে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ জানিয়েছেন, ‘‘সিদ্রা তাসহিন এবং আতিফা নাজরিন তলিয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই দ্রুত সিভিল ডিফেন্স টিমকে নামানো হয়েছে উদ্ধারকাজে। ওই টিমের সদস্যরা বোট নিয়ে জারদার তল্লাশি চালাচ্ছেন হুগলি নদীতে।’’