ছবি: প্রতীকী। সংগৃহীত।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এর জেরেই মঙ্গল এবং বুধবার ভারী বর্ষণের কথা জানিয়েছে হাওয়া দফতর।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপটি এই মুহূর্তে দিঘা থেকে ৩৩০ কিমি দূরে অবস্থান করছে। হাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিক এগবে। মঙ্গলবার সন্ধে নাগাদ নিম্নচাপটি পূর্ব খেপুপাড়ার কাছে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ একপশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের জেরে আরও বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
চোখের তলায় কালি? জেনে নিন মুক্তির পাওয়ার সহজ উপায়
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৪: রাজ পরিবারের সঙ্গে বিবাহ সম্পর্ক ও ব্রাহ্মবাদ
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূমের কিছু জায়গায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতরের আশঙ্কা, তিন দিন ভারী বর্ষণের জেরে নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলার নিচু এলাকাগুলি।
বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতরের আশঙ্কা, তিন দিন ভারী বর্ষণের জেরে নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলার নিচু এলাকাগুলি।
আরও পড়ুন:
‘ডিডিএলজে’তে সিমরনকে কাঁধে তুলতে গিয়ে কী অবস্থা হয়েছিল শাহরুখের? মুখ খুললেন কাজল
ষাট পেরিয়ে, পর্ব-২৫: মা-বাবার বয়স বাড়ছে, এই সময় পড়ে গেলে বড় বিপদ ঘটতে পারে, সুরক্ষার প্রয়োজনে মানতে হবে কিছু নিয়ম/১
হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের মঙ্গল এবং বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।