মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

তীব্র গরমে আরও দহন জ্বালা বাড়বে। রাজ্যবাসীকে এখনই স্বস্তির বার্তা শোনাতে পারনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের গড় তাপমাত্রা আগামী দু’দিনে আরও ২ ডিগ্রি বেড়ে যেতে পারে। এখানেই শেষ নয়, হাওয়া অফিস বাংলার সাত জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথাও শুনিয়েছে।
আবহাওয়া দফতর পশ্চিমের ৪টি জেলা এবং উত্তরবঙ্গের ৪টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই দিনাজপুর এবং মালদহ। একমাত্র দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার রয়েছে। সেই সঙ্গে হাওয়া দফতর জানিয়েছে, যতক্ষণ না দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকছে ততক্ষণ সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: তিনজনের ডিএনএ নিয়ে জন্মাল শিশু, সুদূর প্রসারী দিশা দেখাতে পারে বিজ্ঞানীদের এই সাফল্য

মুখের রোমকূপ বড় হয়ে গিয়েছে? ত্বক খুব অমসৃণ দেখাচ্ছে? কী ভাবে মুশকিল আসান

এদিকে আবহবিদেরা জানিয়েছেন, এখন যা গরম তাতে এই বৃষ্টিতে খুব একটা তাপমাত্রা কমবে না। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর গরম জারি থাকবে। এমনকি উত্তরবঙ্গের জেলাগুলিও তীব্র গরমের কবলে পড়বে।

Skip to content