ছবি: প্রতীকী। ছবি: সংগৃহীত।
বিকালের খাবারের তালিকায় জায়গা করে নেয় মাখানা, ছোলা। সেই সঙ্গে জিমে গিয়ে কিংবা বাড়িতেই নিয়মিত শরীরচর্চা করতে থাকি। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় পছন্দসই চেহারা গড়ে তোলা সম্ভব হয় না। সে ক্ষেত্রে নির্ভর করতে পারেন স্যালাডের ওপর। দ্রুত রোগা হতে চাইলে স্যালাড বানাতে হবে কাবলি ছোলা সেদ্ধ আর রসুন দিয়ে।
বানানোর পদ্ধতি
কাবলি ছোলা সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। তার পর এই ছোলার সঙ্গে একে একে মেশান গাজর, কুচি করে কাটা টোম্যাটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি এবং কাঁচা রসুন। শেষে এক চামচ লেবুর রস মিশিয়ে ভাল করে মেখে নিলেই তৈরি স্যালাড। সকালের দিকে এই স্যালাড খেয়ে ফেলুন। খুব সহজেই সুফল পাবেন।
হেলদি ডায়েট: খাদ্যতালিকায় তেঁতুল নেই! এ সব জানলে এমন ভুল আর নয়
উত্তম কথাচিত্র, পর্ব-৬২: ধনময়ী জ্ঞানময়ী-র পাশে ‘মানময়ী গার্লস স্কুল’
ওজন কমাতে এই স্যালাড কেন এত উপকারী?
ক্যালোরিহীন খাবার
ফাইবার
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৮: মোহিতকুমারী এক মহিলা আত্মজীবনীকার
মহাকাব্যের কথকতা, পর্ব-৫৭: সাধারণের প্রতি পাণ্ডবদের কৃতজ্ঞতার প্রকাশ কোন মহাভারতীয় শিক্ষা?
এ আর রহমান ও হান্স জিমার। ছবি: সংগৃহীত।
স্যালাড