শরৎ হোক বা শীত। ফ্যাশনের ক্ষেত্রে টিপটপ থাকাটাই এখন ট্রেন্ড। আর সেই কারণেই আধুনিক প্রজন্ম পছন্দের পোশাকের সঙ্গে মানানসই সাজ, মানানসই জুতো কিংবা সানগ্লাস পড়তে একটু বেশিই পছন্দ করে থাকে। আর যাঁরা ফ্যাশনের দিক থেকে কোনও খামতি রাখতে চান না, তাঁরা পোশাক এবং সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করেন বাহারি ব্যাগও। এখন বাজারে এসেছে নানা ধরণের ব্যাগ। তবে শীতকালের জন্য ব্যাগের আলাদা বিশেষত্ব রয়েছে। আর সেই কথা মাথায় রেখেই দেশের অন্যতম ব্যাগ কোম্পানি ‘ফাসট্র্যাক’ নিয়ে এসেছে কিছু অভিনব ডিজাইনের ব্যাগ, যা শীতের মরশুম তো বটেই, বিভিন্ন অনুষ্ঠানেও আপনি ব্যবহার করতে পারবেন। শুধু ডিজাইন নয়, নতুন ধরণের মেটালিক ডিটেইলিং, কালার ব্লকড ডিজাইন, নানা ধরণের অভিনব ফিচার নিয়ে এসেছে এই অভিজাত কোম্পানিটি। ফাসট্র্যাকের নতুন কালেকশনের মধ্যে কোন ব্যাগগুলো আপনি বেছে নেবেন এই শীতে? জেনে নিন।
হাতব্যাগ
দেশের অভিজাত কোম্পানি ‘ফাসট্র্যাক’ নিয়ে এসেছে অভিনব হাতব্যাগ। কোনও অনুষ্ঠানে আপনি নিয়ে যেতে পারেন এই ধরণের হাতব্যাগগুলি। নতুন ডিজাইনের এই হাতব্যাগ ব্যবহার করলে নিজের সাজে খুব সহজেই অভিনবত্ব আনতে পারবেন। এই ধরণের ব্যাগগুলির কোনওটায় কারুকাজ করা, কোনওটায় আবার কারুকার্যের চিহ্নমাত্র নেই। তবে সুন্দর সাদামাটা একটা নিতান্তই সাধারণ ব্যাগও পারে হলফিলের ফ্যাশনে সকলের নজর কেড়ে নিতে। শীতের মরশুমে গলার স্কার্ফ বা হালকা চাদর নেওয়ার জন্য অনায়াসেই এই ব্যাগ ব্যবহার করতে পারেন। আশেপাশে কোথাও ঘুরতে গেলে এই ধরণের হাতব্যাগগুলোর মধ্যে যেগুলো একটু বড় আকারের হয়, সেগুলোর মধ্যে অনেকে ছোট পোষ্য সারমেয়কেও বহন করে নিতে পারেন। এছাড়াও, অল্পবয়সী মেয়েদের জন্য পছন্দের একটি ক্লাসিক হ্যান্ডব্যাগ এনেছে এই অভিজাত কোম্পানি। এই ধরণের হাত ব্যাগগুলো বহন করতে মহিলাদের তেমন কোনও সমস্যা হবে না। বরং সুবিধাই হবে, একহাতে একটা সুন্দর ক্লাসিক হ্যান্ড ব্যাগ আর একহাতে শুধুমাত্র একটা ঘড়ি পড়ে নিলে ফ্যাশন দুনিয়ায় নজর কাড়বেন আপনিও।
কাঁধে ঝোলানো ব্যাগ
অনেক সময়ই মহিলারা কাঁধে ঝোলানো ব্যাগ ব্যবহার করতে পছন্দ করেন। সেক্ষেত্রে লম্বা চেন দেওয়া ব্যাগও হতে পারে। দেশের এই নামজাদা কোম্পানিটিও এই ধরণের বেশ কিছু ব্যাগ বাজারে এনেছে। যা একদিকে অভিনব আর অন্যদিকে বহনযোগ্যও। ব্যাগগুলির সঙ্গে আলাদা করা যায় এমন একটি চেন রয়েছে, যা ব্যাগটিকে মহিলাদের কাঁধে ঝুলিয়ে রাখতে সাহায্য করে। অনেকে আবার এই ধরণের ব্যাগ কাঁধে না ঝুলিয়ে, চেন হাতে ঝুলিয়ে রাখতে পছন্দ করেন।
দেশের অভিজাত কোম্পানি ‘ফাসট্র্যাক’ নিয়ে এসেছে অভিনব হাতব্যাগ। কোনও অনুষ্ঠানে আপনি নিয়ে যেতে পারেন এই ধরণের হাতব্যাগগুলি। নতুন ডিজাইনের এই হাতব্যাগ ব্যবহার করলে নিজের সাজে খুব সহজেই অভিনবত্ব আনতে পারবেন। এই ধরণের ব্যাগগুলির কোনওটায় কারুকাজ করা, কোনওটায় আবার কারুকার্যের চিহ্নমাত্র নেই। তবে সুন্দর সাদামাটা একটা নিতান্তই সাধারণ ব্যাগও পারে হলফিলের ফ্যাশনে সকলের নজর কেড়ে নিতে। শীতের মরশুমে গলার স্কার্ফ বা হালকা চাদর নেওয়ার জন্য অনায়াসেই এই ব্যাগ ব্যবহার করতে পারেন। আশেপাশে কোথাও ঘুরতে গেলে এই ধরণের হাতব্যাগগুলোর মধ্যে যেগুলো একটু বড় আকারের হয়, সেগুলোর মধ্যে অনেকে ছোট পোষ্য সারমেয়কেও বহন করে নিতে পারেন। এছাড়াও, অল্পবয়সী মেয়েদের জন্য পছন্দের একটি ক্লাসিক হ্যান্ডব্যাগ এনেছে এই অভিজাত কোম্পানি। এই ধরণের হাত ব্যাগগুলো বহন করতে মহিলাদের তেমন কোনও সমস্যা হবে না। বরং সুবিধাই হবে, একহাতে একটা সুন্দর ক্লাসিক হ্যান্ড ব্যাগ আর একহাতে শুধুমাত্র একটা ঘড়ি পড়ে নিলে ফ্যাশন দুনিয়ায় নজর কাড়বেন আপনিও।
অনেক সময়ই মহিলারা কাঁধে ঝোলানো ব্যাগ ব্যবহার করতে পছন্দ করেন। সেক্ষেত্রে লম্বা চেন দেওয়া ব্যাগও হতে পারে। দেশের এই নামজাদা কোম্পানিটিও এই ধরণের বেশ কিছু ব্যাগ বাজারে এনেছে। যা একদিকে অভিনব আর অন্যদিকে বহনযোগ্যও। ব্যাগগুলির সঙ্গে আলাদা করা যায় এমন একটি চেন রয়েছে, যা ব্যাগটিকে মহিলাদের কাঁধে ঝুলিয়ে রাখতে সাহায্য করে। অনেকে আবার এই ধরণের ব্যাগ কাঁধে না ঝুলিয়ে, চেন হাতে ঝুলিয়ে রাখতে পছন্দ করেন।
‘ফাসট্র্যাক’ বেশ কিছু বহনযোগ্য ব্যাগের চাহিদা মেটানোরও চেষ্টা করেছে। এমন কিছু বহনযোগ্য ব্যাগ তারা বাজারে এনেছে, যেগুলির মধ্যে অনেক জিনিস নেওয়া যাবে, কিন্তু সেই পরিমাণ ভারী হবে না। এছাড়াও, এই ধরণের ব্যাগ ব্যবহার করলে যেমন আপনার কাজেও লাগবে তেমনই ফ্যাশনে একেবারে টপে থাকবেন আপনি। এই ধরণের ব্যাগের স্ট্র্যাপগুলি একটু মোটা হয়। তাই বহন করতে খুবই সুবিধা হয়।
ক্রস বডি ব্যাগও শীতে ব্যবহার করতে পারেন। এই ধরণের ব্যাগ কাঁধে ঝুলিয়েও নিতে পারেন আবার বডি ক্রস করেও নিতে পারেন। ডান কাঁধ থেকে বাঁদিকের কোমর অবধি ঝোলা থাকে এই ধরণের ব্যাগগুলি। ক্রস বডি ব্যাগের নতুন ডিজাইন এবং নানা রঙ নিয়ে এসেছে এই কোম্পানি, যা নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন। ক্যাসুয়াল ফ্যাশনে এই ধরণের ব্যাগ অনেকেই ব্যবহার করে থাকেন।
বাজারে এসেছে নতুন ধরণের মাইক্রো স্লিং ব্যাগ। বিশেষ করে মহিলাদের জন্য এই ধরণের ব্যাগ নিয়ে এসেছে অভিজাত ব্যাগ কোম্পানিটি। যে সকল মহিলারা পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ ব্যবহার করতে পছন্দ করেন তাঁদের জন্য মাইক্রো স্লিং ব্যাগ একেবারে উপযুক্ত। এই ব্যাগের রং আর ডিজাইন মানষের কৌতূহল বাড়াবে। ফ্যাশনেবল এই ব্যাগের মধ্যে মহিলারা তাদের নানারকমের অ্যাকসেসরিজ অনায়াসেই বহন করতে পারেন। বর্তমান ফ্যাশন দুনিয়ায় এই ধরণের মাইক্রো স্লিং ব্যাগের চাহিদা প্রচুর। স্টাইলের জন্য এই ব্যাগের জুড়ি মেলা ভার।
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে