শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

ফের গরমে জেরবার পরিস্থিতি তৈরি হবে? আপাতত ঝড়বৃষ্টির সফর কি শেষ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই বৃষ্টি হবে। রাজ্যে তার পরের দু’দিন তাপমাত্রার পারদের তেমন একটা হেরফের হবে না। যদিও তার পর থেকেই ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তবে আপাতত কমতে চলেছে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে গত সোমবার থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন সময় বৃষ্টি হয়েছে। কলকাতা-সহ আশপাশের জেলায় রবিবার সকালে রোদ ঝলমলে আবহাওয়া ছিল। তাই রাজ্যবাসী মনে উঁকি দিচ্ছে, আবার কি দাপট দেখাবে তীব্র গরম? যদিও আবহাওয়া দফতর স্বস্তির বার্তা দিয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
আরও পড়ুন:

আপনার হাড় দুর্বল হয়ে গিয়েছে? এই চারটি যোগাসন নিয়মিত করছেন তো?

গন্ধ শুঁকে পাকা আম কিনছেন? কী করে বুঝবেন কার্বাইডে পাকানো কি না?

মঙ্গলবারও দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও জেলার সর্বত্র বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে আগামী বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৮: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা: কাঁকড়া, গরান ও গেঁওয়া

মুভি রিভিউ: দ্য ওয়েডিং গেস্ট—অনাহুত গেস্ট দেব স্বয়ং অপহরণ করলেন কনে রাধিকাকে

সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি এবং কোচবিহারে ঝড়বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও আগামী বুধবার আবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।

Skip to content