শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে সমুদ্রও উত্তাল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে রবিবার রাত থেকেই সাগরে হাওয়ার বেগ আরও বাড়বে। কলকাতা এবং পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রবিবার রাতে কলকাতায় ‘রাত দখল’ কর্মসূচি রয়েছে। প্রতিবাদে বহু মানুষ পথে নামবেন। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাতে কলকাতায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণের প্রায় সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুরে জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং..., পর্ব-৩৩: রাজনীতিতে বাবু দাদা

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬২: শ্রীমার দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন

মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, বীরভূম, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। পাশাপাশি বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি দিনগুলিতে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেনি হাওয়া দফতর।
আরও পড়ুন:

পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮২: খটকা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে সরে গিয়েছে। এখন দিঘা থেকে নিম্নচাপের দূরত্ব ৩৯০ কিলোমিটার দক্ষিণে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। মনে করা হচ্ছে সোমবার রাতে পুরী এবং দিঘার মধ্যবর্তী অংশ দিয়ে নিম্নচাপ উপকূলে প্রবেশ করবে। সে কারণে সোমবার থেকে গাঙ্গেয় বঙ্গে বর্ষণ বাড়বে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো

এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। রবিবার রাত থেকে হাওয়ার গতিবেগ আরও বাড়বে বলে জানানো হয়েছে। হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী ১১ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত উপকূলের আবহাওয়া প্রতিকূল থাকবে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

উত্তরবঙ্গেও আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও একই রকম আবহাওয়া থাকবে। সোমবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহারে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.৯ ডিগ্রি,অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৪.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Skip to content