শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবির একটি দৃশ্য।

 

শাদি মে জরুর আনা

কাহিনি বৈশিষ্ট্য: রোম্যান্টিক কমেডি (২০১৭)
ভাষা: হিন্দি
প্রযোজনা: বিনোদ বচ্চন, মঞ্জু বচ্চন
কাহিনি চিত্রনাট্য সংলাপ কমল পাণ্ডে
নির্দেশনা: রত্না সিনহা
অভিনয়ে: রাজকুমার রাও , কৃতি খারবান্দা, কে কে রায়না, মনোজ পাওয়া প্রমুখ
সময়সীমা: ১৩৭ মিনিট
রেটিং: ৫.৫/১০
ওটিটি: জি -ফাইভ/অ্যামাজন প্রাইম ভিডিও

২০১৭ নভেম্বরে এ ছবিটি রিলিজ করেছিল। তারমানে সাত সাতটি বছর পেরিয়ে গিয়েছে। তবুও এ ছবি নিয়ে আলোচনা তার কারণ এখন সময়ের কেন্দ্রবিন্দুতে রাজকুমার রাও। শ্রীকান্তের অসামান্য কৃতিত্বের পর রাজকুমারের স্ত্রী-২ এখন পর্যন্ত ৮৪৮.৫ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগে স্ত্রী ছবির ব্যবসার পরিমাণ ছিল ৭৭৮.৮ কোটি টাকা। হিন্দি ছবিতে সাফল্যের মুকুট কারও মাথায় বসে থাকে না। তাই কোনও একজন অভিনেতা বা অভিনেত্রী ইচ্ছে থাকলেও ‘আমিই ইন্ডাস্ট্রি’ হয়ে উঠতে পারেন না।

সৌভাগ্যের উষ্ণীষ একমাথা থেকে অন্য মাথায় ঘুরতে থাকে। মিউজিক্যাল চেয়ারে সৌভাগ্যের অভিলাষী ছুটতে থাকেন সৌভাগ্য অপেক্ষা করে আর বলিউডে সৌভাগ্যের অভিলাষীও ছুটছেন সৌভাগ্যের উষ্ণীষও ছুটছে। সুপারস্টার মেগাস্টারদের স্টারডামভিত্তিক ছবি এখন আর হয় না, এখন স্টার হল ছবির গল্প। গল্পের তুবড়ির মশলা ঠিক মাপের আর ঠিক চাপে ঠাসা হলে ফুলকির ঝাড় এবং উচ্চতা চিরাচরিত প্রেম-পরকীয়া প্রেমহীনতায় সফল না হয়েও আমাদের চেনা বাংলার ‘লার্জার দ্যান লাইফ’ রক্তবীজ বুমেরাং বা বহুরূপীর মতো চমকায়। আরবপারের অ্যানিমাল বা স্ত্রী / স্ত্রী-২ হয়ে ওঠে।
মনোজ বাজপেয়ীকে দেখে অভিনয় করার অনুপ্রেরণা পেয়েছিলেন হরিয়ানা গুরগাঁও-এর প্রেম নগরের রাজকুমার যাদব। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা সত্যপ্রকাশ যাদব হরিয়ানার রাজস্ব বিভাগের সরকারি কর্মী। মা কমলেশ যাদব গৃহবধূ। মা কমলেশ নিউরোলজির করতেন তাঁর পরামর্শে নাম বদল হয়ে রাজকুমার রাও হলেন। মা জুড়েছেন অতিরিক্ত ‘এম’ নিজের অদম্য চেষ্টা জেদ নিজেকে প্রমাণ করার খিদে নাকি নিউমরোলজি কিসের জাদুতে আজ রাজকুমার রাও খ্যাতির শিখরে? সংখ্যাতত্ত্ব যাই বলুক শরীরের ঘাম আর অপমান সহ্য করা নিঃশব্দ কান্নার কোন বিকল্প নেই।
আরও পড়ুন:

মুভি রিভিউ: মালয়ালম ছবি ‘পদ্মিনী’ সহজ গল্পে রোম্যান্টিক কমেডি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৯: ভ্রমণে বেরিয়ে মহর্ষি পেয়েছিলেন পুত্রের মৃত্যু-সংবাদ

১৪ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ছবির জন্য তিনি ২৯ বার ভিন্ন ভিন্ন পুরস্কারে মনোনীত হয়েছেন এবং একটি জাতীয় পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু’বার স্টার-স্ক্রিন অ্যাওয়ার্ড জি অ্যাওয়ার্ড-সহ আরও নানা পুরস্কারে মোট ১৯ বার পুরস্কৃত হয়েছেন। একই সঙ্গে ২০১৭-তেই ফোর্বস ম্যাগাজিনের প্রথম ১০০ এবং জি-কিউ ম্যাগাজিনের প্রথম ৫০ সফল মানুষের তালিকায় স্থান পেয়েছিলেন রাজকুমার। ব্যক্তিগত জীবনে ২০২১ সালে বিয়ে করেছেন বহুদিনের বন্ধু এবং অভিনেত্রী পত্রলেখা পালকে। পত্রলেখা শিলং এর বাঙালি পরিবারের মেয়ে।

শাদি মে জরুর আনা (২০১৭) হিন্দি রোম্যান্টিক কমেডি। রত্না সিনহা পরিচালিত এবং কমল পান্ডে লিখিত বিনোদ এবং মঞ্জু বচ্চন প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও এবং হাউস ফুল পাগলপন্থী ছবির জন্য প্রসিদ্ধ কৃতি খারবান্দা।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮৯: মাথার কান

দশভুজা, দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৪: আনন্দী—এক লড়াইয়ের নাম

পাত্রী আরতি শুক্লা পিসিএস পরীক্ষাপ্রার্থী। পাত্র আবগারি বিভাগের কেরানি সত্যেন্দ্র মিশ্র ‘সত্তু’। পারিবারিক যোগাযোগের ভিত্তিতে পাত্র-পাত্রী পরস্পরের সঙ্গে কফিশপে দেখা করল। সত্যেন্দ্রের খোলামেলা উদার দৃষ্টিভঙ্গি আরতির ভালো লাগে। আরতির সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় মুগ্ধ হয় পাত্র সত্যেন্দ্র৷ তারা প্রেমে পড়ে এবং বিয়ে করতে রাজি হয়। বিয়ের ঠিকঠাক। কিন্তু বাধা আসে, এ বিয়ে হয় না। আর সেটা নিয়েই বিনোদনমূলক কাহিনি শাদি মে জরুর আনা।

শাদি যদি নাই হয় তাহলে নিমন্ত্রণই-বা কিসের আর যাবেনই-বা কোথায়? আরে এটাতো ‘জীবন বড়ই কঠিন ও বেদনাদায়ক’ মার্কা উন্নততর ছবি নয়, সাধারণ মানুষের বিনোদনের ছবি। ঘাবড়াবেন না বারবার জটিলতা আসবে কিন্তু শেষমেষ সব জটিলতা কেটে যাবে এবং শাদিও হবে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১০: ভার্জিনিয়া ও লিওনার্ড উলফ—উন্মাদনা ও সৃষ্টি /২

উত্তম কথাচিত্র, পর্ব-৫১: সেই ‘পৃথিবী আমারে চায়’

আসলে বিনোদন-ছবির যেমন একটা ফর্মুলা আছে তেমনই অবিনোদনযোগ্য জীবনের সত্য প্রতিফলন করবার জন্য তৈরি উন্নতমানের সুকঠিন সিনেমাতেও একটা ফর্মুলা আছে। বিনোদনের ছবি আমাদের চেনা। সেখানে আমরা জানি ঝঞ্ঝাট যা হবার সেসব ছবি শেষের দশ মিনিট আগেই মিটে যাবে। কিন্তু তথাকথিত উন্নতমানের ছবিতে অস্বাভাবিক ঘটনা নিয়ে এসে দর্শককে অকারণে চমকে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে সেটাই ফর্মুলা। সেটা বুঝতে এইস্থেটিক্স সাররিইয়ালিজম এইসব নয় বা দশ অক্ষরে বিস্তৃত ইংরেজি শব্দ ব্যবহার করা হয়। সেসব বহিরঙ্গের চাকচিক্য কাজে লাগলে দারুন ছবি না লাগলে ভাল প্রচেষ্টা।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৬৪ : অকারণে কেউ অন্যের ভালো করতে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৭১: মা সারদার নলিনীর মানভঞ্জন

মুশকিল অন্যত্র। সাড়াজাগানো একজন বার্গম্যান, কুরোসাওয়া, কেঞ্জি মিঝোগুচি, তারকোভক্সি, ক্রিস্তফ কিয়সোল্ভক্সি, ফেলিনি, ত্রুফো, স্ট্যানলি কুবরিক, স্টিভেন স্পিল্বার্গ (দ্য কলর পারপেল) মার্টিন স্কোসেজি বা হালের বহুআলোচিত ক্রিস্টোফার নোলান যখন কোনও মনস্তাত্ত্বিক দৃশ্য পর্দায় নিয়ে আসেন, তখন সে দৃশ্যভাবনার পরিধি তার প্রকরণ তার কারিগরি কল্পনায় কোথাও কোনও সময়, অর্থ বা সামর্থ্যের আপোষ থাকে না, সেইসব বিখ্যাত দৃশ্য একঝলক দেখে সেটা ঠিক বোঝা যাবে না। শেখার জন্যে থেমে থেমে বুঝে বুঝে বার বার দেখতে হবে। তবেই আসল মুশকিলটা, তফাতটা আবিষ্কার করা যাবে। কিন্তু এককাপ চায়ের আড্ডায় ভালোসিনেমা নিয়ে কথার পিঠে কথা বলার জন্যে এত পরিশ্রমের প্রয়োজন আছে কি?
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content