বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


‘দিওয়ার’ ছবিটি বিজয় চরিত্রে অমিতাভ বচ্চন।

যশ চোপড়া পরিচালিত ‘দিওয়ার’ মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। বিখ্যাত এই ছবিটিতে অমিতাভ বচ্চন বিজয়ের চরিত্রে অভিনয় করেন। অনেকেই হয়তো জানেন না, প্রযোজক গুলশন রাইয়ের পছন্দের তালিকায় প্রথমে বিজয় চরিত্রে অমিতাভ নাম ছিল না।
প্রযোজক চেয়েছিলেন, রাজেশ খান্নাই বিজয় চরিত্রে অভিনয় করুন। যদিও এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেন ছবির চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ। চিত্রনাট্যকার জুটি রাজেশকে এই চরিত্রে প্রথম থেকে চাননি।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৭: জননী সারদা সন্তানের দুঃখভার লাঘব করেন

শারদীয়ার গল্প: তখন বিকেল/৪

‘দিওয়ার’-এর চিত্রনাট্য লিখেছিলেন সেলিম খান এবং জাভেদ আখতার। পরিচালনা করেছিলেন যশ চোপড়া। সে সময় যশ ‘গরদিশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ‘দিওয়ার’-এর চিত্রনাট্য শুনে যশ চোপড়া খুবই মুগ্ধ হয়েছিলেন। তিনি এতটাই খুশি হয়েছিলেন যে, ‘গরদিশ’-এর কাজ মাঝপথে স্থগিত রেখে ‘দিওয়ার’-এর শুটিং শুরু করেন। পরিচালকের যশ চোপড়ার বিশ্বাস ছিল, ‘দিওয়ার’ সুপারহিট হবে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮৪: অরাজকতার ফল ও একটি দুঃস্বপ্ন

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার

ইন্ডাস্ট্রিতে তখন অমিতাভ সদ্য এসেছেন। পরিচালকেরা তাঁকে নায়ক করতে খুব একটা রাজি ছিলেন না। অর্থাৎ তাঁরা ঝুঁকি নিতে চাইছিলেন না। এদিকে রাজেশ খান্না তখন বলিউডে একজন প্রতিষ্ঠিত জনপ্রিয় নায়ক। তবে সে সময় রাজেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল সেলিম-জাভেদ জুটির। সে কারণে প্রযোজক গুলশন রাই চাইলেও রাজেশকে বিজয় চরিত্রে নেওয়ার প্রস্তাবে আপত্তি জানান সেলিম-জাভেদ।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭০: সুন্দরবনের পাখি: লাল কাঁক

সেই মতো ‘দিওয়ার’ এ বিজয় চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব যায় অমিতাভের কাছে। শেষমেশ অমিতাভ তখন ‘শোলে’ এবং ‘দিওয়ার’ একসঙ্গে দুটি ছবির শুটিং চালিয়ে যাচ্ছিলেন। আর এই দু’টি ছবিই অমিতাভকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তখন ‘দিওয়ার’ ১ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে শশী কাপুর, নিরূপা রায় প্রমুখ ছিলেন। এর পরে আর ফিরে তাকাতে হয়নি শাহেনশাকে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব ৩২: কল্যাণ মাণিক্যের সনদে বাংলা গদ্য

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

আশি পেরিয়েও অমিতাভ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নিজের সেরাটুকু দেওয়ার জন্য। এবার অমিতাভকে দেখা যাবে ‘গণপথ-১’-এ। ছবিতে টাইগার শ্রফ, কৃতি শ্যাননও রয়েছেন। ‘গণপথ-১’ মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের ২০ অক্টোবর। পাশাপাশি নাগ আশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতেও ‘বিগ বি’-কে দেখা যাবে। এই ছবিতে অমিতাভর সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসন, দিশা পটানি মতো তারকাকে।

Skip to content