খাবারদাবার
● বাইরে থেকে ফল কিনে এনে ,তা ভাল করে ধুয়ে নিয়ে খেতে হবে। তাছাড়া শাকসব্জি ভাল করে সিদ্ধ করে রান্না করতে হবে। এই সময় আক্রান্তকে সহজ পাচ্য খাবার খেতে হবে। শিশুরা আক্রান্ত হলে তাদের শরীরে পটাশিয়াম দ্রুত কমে যায়। তাই লেবুর রস, কলা, স্যুপ জাতীয় খাবার, পেঁপে দিতে হবে। ভিটামিন-সি সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। এতে শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ঢুকবে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। লেবু জাতীয় ফল, পেয়ারা বেশি করে খেতে হবে তাছাড়া প্রতিদিনের খাবারে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকলে ভালো। রেড মিটের বদলে মাছ, ডিম, মুরগির মাংস খাওয়া ভালো।