শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ঝিঙে আমাদের শরীরের ওজন কমাতে ও চোখ ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সচরাচর ভালো সবজির কথা ভাবলে, এমনিতেই ঝিঙের কথা মনে পড়ে না। কিন্তু ঝিঙের এমন এমন সব ক্ষমতা আছে যেগুলি জানলেই আপনি অবাক হবেন।
 

লিভারের যত্ন

ঝিঙে অপাচ্য খাদ্য দ্রব্য, অ্যালকোহল এবং বিভিন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে বের করতে সাহায্য করে। ফলে লিভার সুস্থ থাকে। এমনকী, পিত্তরসের ক্ষরণ যাতে ভালোভাবে হয় সেদিকেও নজর রাখে ঝিঙে। তাই জন্ডিস থেকে ভালো হয়ে ওঠার জন্য অনেকেই ঝিঙের উপর নির্ভর করে থাকেন।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৭: জননী সারদা সন্তানের দুঃখভার লাঘব করেন

শারদীয়ার গল্প: তখন বিকেল/৪

 

চোখের স্বাস্থ্য

ঝিঙের মধ্যে আছে বিটা ক্যারোটিন আর ভিটামিন-এ। এই বিশেষ উপাদানগুলি আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। ঝিঙে একদিকে যেমন চোখের ‘অপটিক নার্ভ’কে ভালো রাখতে সাহায্য করে অন্যদিকে তেমন বাইরের বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ থেকে চোখের মধ্যে থাকা রক্তনালী গুলিকে রক্ষা করে।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮৪: অরাজকতার ফল ও একটি দুঃস্বপ্ন

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার

 

কোষ্ঠকাঠিন্য দূর করতে

ঝিঙেতে প্রচুর জল থাকে। আর থাকে সেলুলোজ। প্রত্যেকদিন এক চামচ মধুর সঙ্গে এক কাপ করে ঝিঙের রস খেলে আপনার কোষ্ঠকাঠিন্য কমে যাবে এবং পেট ভালো থাকবে।

আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭০: সুন্দরবনের পাখি: লাল কাঁক

 

ওজন কমাতে

ঝিঙেতে ফ্যাট এবং খারাপ কোলেস্টেরল থাকে না বললেই চলে। ঝিঙেতে আছে (ফাইটোনিউট্রিয়েন্ট) নামে একটি উপাদান আছে যা আমাদের শরীরের ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ঝিঙে আমাদের শরীরে স্নেহপদার্থ সঞ্চিত হতে দেয় না।

আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব ৩২: কল্যাণ মাণিক্যের সনদে বাংলা গদ্য

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

 

অ্যানিমিয়া দূর করতে

বয়স্কদের জন্য ঝিঙে অত্যন্ত উপকারী। ঝিঙের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন। ঝিঙে থাকা ভিটামিন-বি৬ আমাদের শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হতে সাহায্য করে। তাই যেসব মানুষের শরীরে রক্তের পরিমাণ কম, তারা ঝিঙে খেলে উপকার পেতে পারেন।


Skip to content