শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


চাঁদের মাটিতে পা রাখল ল্যান্ডার বিক্রম। তৈরি হল ইতিহাস। অনাবিষ্কৃত চাঁদের দক্ষিণ মেরু পৃথিবীর আর কোনও দেশ এখন সেখানে পৌঁছতে পারেনি। তবে পৌঁছে গিয়েছে ভারত। এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। সেই সঙ্গে তৈরি হয়েছে ইতিহাস। চাঁদে সফল মহাকাশযান অভিযানের করানো দেশের তালিকায় ভারত এ বার চলে এল চতুর্থ হিসাবে। এর আগে আমেরিকা, রাশিয়া এবং চিন চাঁদে সফল মহাকাশযান অবতরণ করে। এদিকে তালিকায় চতুর্থ স্থান দখল করলেও, চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ভারতের ইসরো।
চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণে ইসরোর অফিসে খুশির জোয়ার। মিশন সফল হতেই ইসরো টুইট করেছে। ইসরোর সেই টুইটে লেখা হয়েছে, ‘‘ভারত, আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি।’’
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮: নহবতে সহধর্মিণী সারদা

পঞ্চমে মেলোডি, পর্ব-২৫: পঞ্চম মনস্থির করেন, যাই হয়ে যাক না কেন—এ বার তিনি আশাকে প্রেম নিবেদন করবেনই

এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। বুধবার সেখান থেকেই বিক্রমের অবতরণের সাক্ষী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী আফ্রিকা থেকে বিজ্ঞানীদের উৎসাহ দিতে ইসরোর সরাসরি সম্প্রচারে যোগ দিয়েছেন। ইতিহাসের সাক্ষী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে বিক্রম পা রাখতেই জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পর ভাষণও দেন তিনি।

Skip to content