শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

দল বেঁধে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। মোট পাঁচটি গ্রহাণু পৃথিবীর খুব কাছাকছি আসতে চলেছে। এমনটা জানিয়েছে নাসা। যদিও নাসা নাসা পাঁচটির মধ্যে একটি গ্রহাণুর নিয়ে বিশেষ ভাবে সতর্ক করেছে।

নাসার জানিয়েছে, যে পাঁচটি গ্রহাণু দিকে আসছে, তাদের মধ্যে আকারে বড় গ্রহাণুটির আয়তন প্রায় ১৫০ ফুট। ওই গ্রহাণুটি যদি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তাহলে সমস্যা হতে পারে। অন্য গ্রহাণুগুলি আকারে ছোট।
নাসা পাঁচটি গ্রহাণুর নামকরণও করেছে। প্রথম গ্রহাণুটি আকারে ৪৫ ফুট। নাম দেওয়া হয়েছে ‘২০২৩ এফইউ৬’। সোমবার এটি পৃথিবীর গা ঘেঁষে চলে গিয়েছে। এর পর যেটি পৃথিবীর দিকে আসছে এসেছে তার নাম দেওয়া হয়েছে ‘২০২৩ এফএস১১’। আকারে ৮২ ফুট। দ্বিতীয়টিও সোমবার পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা।

৯২ ফুট আয়তনের তৃতীয় গ্রহাণুটি নাম ‘২০২৩ এফএ৭’। মঙ্গলবার এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। বুধবার পৃথিবীর কাছাকাছি আসবে আকারে একটি আস্ত বাড়ির সমান চতুর্থ গ্রহাণুটি। আয়তন কমবেশি ৬৫ ফুট।
আরও পড়ুন:

কারণে বা অকারণে সারা ক্ষণ ঘাড় গুঁজে মোবাইল ঘাঁটতে মানা করছেন স্বয়ং আবিষ্কারক, কেন?

মঙ্গলের আকাশে এক সারিতে পাঁচ গ্রহের সমাবেশ, কেন এমন মহাজাগতিক ঘটনা ঘটবে?

নাসার নজর রাখছে মূলত পঞ্চম এবং শেষ গ্রহাণু ‘২০২৩ এফজেড৩’-কে। সবচেয়ে বড় এটিই। আয়তন কমবেশি ১৫০ ফুট। এটি ৬ এপ্রিল, বৃহস্পতিবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশালাকার ‘২০২৩ এফজেড৩’ গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে। ৬ তারিখ বৃহস্পতিবার পৃথিবীর সঙ্গে ‘২০২৩ এফজেড৩’-র সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা ৪১ লক্ষ ৯০ হাজার কিলোমিটার। মহাশূন্যের বিচারে যা খুবই কম দূরত্ব।
আরও পড়ুন:

কী ভাবে হলুদ খেলে হজমশক্তি বাড়বে, উপকার পাবেন সবথেকে বেশি

মেদ নিয়ে দুশ্চিন্তা? চিন্তা নেই, খেলাচ্ছলেই সুঠাম এবং সুগঠিত দেহের অধিকারী হয়ে উঠতে পারেন

যদি নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৫০ ফুটের এই গ্রহাণু তীব্র গতিতে ধেয়ে এলেও পৃথিবীর কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যদিও ‘২০২৩ এফজেড৩’ গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

Skip to content